বর্ধমান (পূর্ব বর্ধমান) :- জাল ই-চালানে বালি পাচারের অভিযোগে এক ট্রাক চালককে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম জাহিদ খান। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার চমকাইতলায় তার বাড়ি। বালি বোঝাই ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার বিষয়ে স্বপ্রণোদিত মামলা রুজু করেছে থানা।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে বালি বোঝাই ট্রাকটি বর্ধমান থানার সদরঘাট এলাকায় বটতলার কাছে দাঁড়িয়েছিল। ট্রাকের চালক কেবিনে বিশ্রাম নিচ্ছিল। সন্দেহ হওয়ায় পুলিশ চালকের কাছে বালির চালান দেখতে চায়। চালানটি পেয়ে সেটির বারকোড স্ক্যান করে পুলিশ। তা থেকে কোনও তথ্য না মেলায় সেটি জাল বলে সন্দেহ হয় পুলিশের। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে জাল চালানে বালি পাচার করার কথা ট্রাকের চালক স্বীকার করে। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। ট্রাকের মালিক-সহ আরও কয়েকজন জাল চালানে বালি পাচারে জড়িত বলে চালককে জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিশ। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। জাল চালানের উৎস এবং বালির অবৈধ কারবারের বিষয়ে বিশদে জানতে ধৃতকে ৫ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। ধৃতের তিনদিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …