Breaking News

চলন্ত ট্রেনে প্রসব যন্ত্রণা, বর্ধমান স্টেশনে বসার বেঞ্চে কন্যা সন্তানের জন্ম দিলেন বিহারের যাত্রী

A woman goes into labor pain on a running train, A passenger from Bihar gave birth to a baby girl on a bench at Burdwan station

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান রেলস্টেশনে বসার বেঞ্চেই সন্তান প্রসব করলেন বিহারের এক যাত্রী। জিআরপি সূত্রে জানাগেছে, বিহারের পূর্ব চম্পারণ জেলার সুগৌলির বাসিন্দা গোবিন্দ কুমার ও তাঁর স্ত্রী নিশা কুমারী (২৪) শুক্রবার হাওড়া থেকে মিথিলা এক্সপ্রেসে ওঠেন। ব্যান্ডেল স্টেশন পেরোনোর পরেই জেনারেল বগিতে থাকা ওই মহিলার হঠাৎ প্রসবযন্ত্রণা শুরু হয়। তাঁর স্বামী বিষয়টি জানান কামরায় কর্তব্যরত রেলকর্মীকে। তিনি ফোন করেন হাওড়ার কন্ট্রোল রুমে। সেখান থেকে ফোনে বিষয়টি জানানো হয় বর্ধমান জিআরপিকে। সন্ধ্যায় ট্রেন বর্ধমান রেল স্টেশনে পৌঁছালে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওই মহিলাকে ২ নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে আনা হয়। সেখানে অপেক্ষায় ছিলেন রেলের চিকিৎসক ও জিআরপি কর্মীরা। ট্রেন থেকে নামার পরেই নিশার প্রসব যন্ত্রণা আরও তীব্র হয়। তখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিশাকে জিআরপির মহিলা কনস্টেবেল ও সিভিক ভলান্টিয়ার প্ল্যাটফর্মের বসার জায়গায় শুয়ে দেন। এবং চারদিকে কাপড়দিয়ে আড়াল করে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই এক শিশুকন্যার জন্ম দেন নিশা কুমারী। পরে সদ্যোজাত ও তার মা’কে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই উভয়ে চিকিৎসাধীন রয়েছে। মা ও শিশু দু’জনই সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।


Family Furniture

About admin

Check Also

The fifth short film festival was organized in Burdwan

বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *