বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গর্ভবতী একটি কুকুর ও তার সদ্যজাত ৫টি বাচ্চাকে পুড়িয়ে মেরে ফেলার অভিযোগে বর্ধমান শহরের গোদা খোন্দেকর পাড়া এলাকার এক মহিলার বিরুদ্ধে বর্ধমান থানায় অভিযোগ জানালো বর্ধমানের পশু প্রেমী একটি সংগঠন। সদ্য জন্ম নেওয়া দুটি বাচ্চা আগুনে পুড়ে রবিবার রাতেই মারা যায়। সোমবার বিকেলে অর্ধ দগ্ধ মা কুকরটি আরো তিনটি মৃত সন্তান জন্ম দেওয়ার পর সেও মারা যায়। এই ঘটনায় বর্ধমান থানার পুলিশ তদন্ত শুরু করেছে। মঙ্গলবার বর্ধমানের নবাবহাট পশু হাসপাতালে মৃত কুকুরগুলির ময়না তদন্ত করা হয়। মর্মান্তিক এই ঘটনায় আলোড়ন পড়েছে শহর জুড়ে। বর্ধমান শহরের পশু প্রেমী সংগঠন এনিম্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্য অর্ণব দাস জানিয়েছেন, শহরের গোদা খোন্দেকর পাড়ার বাসিন্দা পেশায় আয়া ওই মহিলা রবিবার রাতে তার বাড়ির সামনে একটি গর্ভবতী কুকুরকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করেন এবং তার সদ্য জন্ম নেওয়া দুটি বাচ্চাকে মেরে ফেলা হয়। স্থানীয় বাসিন্দারা তাদের সংস্থায় এই ঘটনার বিষয়ে জানান। পরের দিন বিকেলে আধ পোড়া মা কুকুরটি আরো তিনটি মৃত সন্তান প্রসব করার পর ওই মা কুকুরটিও মারা যায়। অর্ণব বাবু জানিয়েছেন, স্থানীয় সূত্রে জানতে পেরেছেন যে, ওই কুকুরটি অভিযুক্তের বাড়ির মুরগি খেয়ে নিয়েছিল। তাছাড়া প্রায়ই বাড়িতে ঢুকে উৎপাতও করতো। আর তার জন্যই নিরীহ, অবলা পশুগুলিকে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করেন ওই মহিলা। তিনি জানিয়েছেন, এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা। পাশাপাশি দোষীর উপযুক্ত শাস্তির দাবি করেছেন সংস্থাগত ভাবে।
Tags burning a dog Dog
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …