Breaking News

মনোনয়নপত্র জমা দিলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বুধবার পর্যন্ত চলতি লোকসভা নির্বাচনে হেভিওয়েটদের বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মনোনয়ন পত্র জমা দেবার ঘটনায় নজীর সৃষ্টি করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মঙ্গলবারই এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ শোভাযাত্রা সহকারে এসে মনোনয়ন পত্র জমা দিয়ে যান। আর বুধবার বর্ধমানের লক্ষ্মীপুর মাঠ এলাকা থেকে যে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হল দিলীপ ঘোষের সমর্থনে আগের সব শোভাযাত্রাকে টেক্কা দিল। আর এদিনের এই শোভাযাত্রায় এই ভিড় দেখে আপ্লুত দিলীপ ঘোষ বলেন, কাতারে কাতারে মানুষ বেড়িয়ে এসেছেন ঘর বাড়ি দোকান থেকে। তাঁকে অভিনন্দন জানিয়েছেন। আর এটাই তৃণমূলের বুকে কাঁপন ধরিয়ে দিল। তিনি বলেন, এতদিন যাঁরা বসে ছিলেন, নব্য, প্রাক্তন বিজেপি নেতা কর্মী সকলেই বেড়িয়ে এসেছেন। এদিন মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়েও কিছুক্ষণের নাটক ঘটে। যথারীতি দিলীপ ঘোষের সঙ্গে ৫জন এদিন জেলাশাসক কে রাধিকা আইয়ারের কাছে মনোনয়ন পত্র জমা দিতে ঢোকেন। কিন্তু খোদ মনোনয়ন পত্রটা কোথায়। জানা গেছে, যাঁর কাছে মনোনয়ন পত্র রাখা ছিল তিনি আসেননি। ফলে বেশ কিছুক্ষণ তাঁদের জেলাশাসকের চেম্বারেই বসে থাকতে হয়। এরপর মনোনয়ন পত্র আসে এবং তা জমা দেওয়া হয় জেলাশাসকের কাছে। মনোনয়ন পত্র ছাড়াই মনোনয়ন জমা দিতে যাওয়ার এই ঘটনায় কিছুটা অপ্রস্তুতেও পড়েন বিজেপি নেতৃত্ব। এদিন দিলীপবাবুর সঙ্গে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা, সায়ন্তন বসু, রাজু মুখোপাধ্যায়, দুর্গাপুরের বিধায়ক লক্ষ্ণণ ঘড়ুই, জেলা সভাপতি অভিজিৎ তা, জেলা নেতা অঞ্জন মুখার্জ্জী-সহ অন্যান্যরা। একইসঙ্গে এদিন মিছিলে হাঁটলেন বিজেপি থেকে সাসপেন্ড হওয়া প্রাক্তন জেলা যুব নেতা শ্যামল রায় ও তাঁর অনুগামীরাও। এদিনও শোভাযাত্রায় ডমরু, ত্রিশূল, লাঠি ব্যবহার করা নিয়ে দিলীপ বাবু জানিয়েছেন, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার যা পরিস্থিতি তাতে যখন যেটা দরকার হয় সেটাই হাতে নিই। তিনি বলেন, পশ্চিমবঙ্গের যা অবস্থা তাতে শিবের তাণ্ডব নৃত্যের দরকার। সেই তাণ্ডব নৃত্য হবে। উল্লেখ্য, এদিন দিলীপের এই শোভাযাত্রায় অংশ নেন এক ব্যক্তি। একহাতে উলকি দিয়ে লেখা রয়েছে ‘রাজীব গান্ধী অমর রহে’, আর এক হাতে বিজেপির ঝান্ডা। সাইকেল চালিয়েই তিনি আসছিলেন। হাতে বিজেপির ঝান্ডা নিয়ে। ওই ব্যক্তির নাম লক্ষণ মন্ডল। বর্ধমানের উত্তরের বাসিন্দা। জানা গেছে ১৬ বছর বয়স থেকেই তিনি কংগ্রেস দলের একনিষ্ঠ ভক্ত। তারপর কংগ্রেসের সঙ্গে দীর্ঘ সময় রাজনীতি করেছেন। তবে এদিন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য মিছিলের মধ্যে দেখা গেল লক্ষণ মন্ডলকে। এক হাতে এখনো জ্বলজ্বল করছে উলকি দিয়ে লেখা রাজীব গান্ধী অমর রহে । তিনি বললেন, পরিবর্তনের যুগে অনেক কিছুই পরিবর্তন হয়। আমারও পরিবর্তন হয়েছে।

About admin

Check Also

BJP's Burdwan police station siege program on allegations of beating up party workers

দলীয় কর্মীদের মারধর করার অভিযোগে বিজেপির বর্ধমান থানা ঘেরাও কর্মসূচি

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- দলীয় পতাকা, ফেস্টুন লাগিয়ে বাড়ি ফেরার পথে এক বিজেপি কর্মীকে মারধরের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *