মেমারী (পূর্ব বর্ধমান) :- ফের আধারকার্ড বাতিলের চিঠি। এবার মেমারীর কেন্না, উদয়পল্লী, বিষ্ণুপুর ও মহেশডাঙ্গা ক্যাম্প এলাকায় পৌঁছালো শতাধিক আধার বাতিলের চিঠি। এই ঘটনায় ক্রমশই চাঞ্চল্য ছড়াচ্ছে পূর্ব বর্ধমান জেলা জুড়ে। রবিবারই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি সুপ্রভাত গাইন রীতিমতো আশঙ্কা ব্যক্ত করেছেন। রবিবারই তিনি আশঙ্কা ব্যক্ত করে জানান, এখনও পর্যন্ত তাঁরা পূর্ব বর্ধমান জেলার ৩০০ জনের নাম পেয়েছেন যাঁদের আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। কিন্তু তাঁদের শঙ্কা এই সংখ্যাটা লোকসভা নির্বাচনের আগে অনেকগুণ বেড়ে যাবে। বস্তুত, তাঁর আশঙ্কা মতই সোমবার ফের মেমারী এলাকার বিভিন্ন গ্রামে আধার কার্ড নিষ্ক্রিয় করার চিঠি আসায় আতঙ্ক তুঙ্গে উঠেছে। একইসঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভও তুঙ্গে উঠছে। উল্লেখ্য, শয়ে শয়ে বাতিল হচ্ছে আধার কার্ড। জানা গেছে, এই পরিস্থিতি পর্যালোচনায় সোমবারই জেলাশাসকদের নিয়ে জরুরি বৈঠক করেন মুখ্য সচিব। অপরদিকে, গত কয়েকদিন ধরে জামালপুর ব্লকের বিভিন্ন গ্রামের বাসিন্দাদের কাছে আধার কার্ড নিষ্ক্রিয় করার ঘটনায় সোমবার জামালপুরের যুথাহাটিতে আধার বাতিল হওয়া পরিবারের সাথে দেখা করলেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি। আইনি লড়াই থেকে প্রশাসনিক সাহায্য সবকিছুতেই সাহায্য করা হবে বলে আশ্বাস দিয়েছেন বিধায়ক। এদিন জামালপুরের তৃণমূল বিধায়ক অলোক মাঝি জানিয়েছেন, দেখলাম রাঁচি অফিস থেকে চিঠি এসেছে আধার কার্ড সংশোধনের জন্য। এটাতে ভয়ের কিছু নেই। কেন্দ্রীয় সরকার এক একটা বিষয় নিয়ে এসে ভয় দেখানোর চেষ্টা করছে। সিএএ, এনআরসি-র নাম করে পশ্চিমবঙ্গে একটা অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি। যাদের কাছে রেশন কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড আছে তাঁদের ভয়ের কিছু নেই। রেশন বন্ধ হবে না মুখ্যমন্ত্রী বলেছেন। তিনি বিষয়টি জেনেছেন। অলোক মাঝি জানিয়েছেন, গ্রামবাসীদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে বিজেপি।
Tags Aadhaar card UIDAI
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …