Breaking News

বর্ধমান-দুর্গাপুর আসনে সিপিআই(এম), তৃণমূল কংগ্রেস এবং বর্ধমান পূর্ব-এ বিজেপির মনোনয়ন দাখিল মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস, বিজেপির বিরুদ্ধে নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ, পাল্টা অভিযোগ ঘিরে সরগরম ভোট রাজনীতি

AITC, CPI(M) & BJP candidates of Bardhaman-Durgapur & Bardhaman Purba Lok Sabha constituency submitted nomination papers for Lok Sabha polls

বিপুন ভট্টাচার্য, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার বর্ধমানে জেলাশাসক এবং অতিরিক্ত জেলাশাসক (সাধারণ)-এর কাছে সিপিআই(এম)তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগ পাল্টা অভিযোগ উঠল তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে। শুক্রবার সকাল থেকেই বর্ধমানের কালেক্টরেট চত্বর তথা বর্ধমানের জেলাশাসকের অফিস চত্বরকে ঘেরাটোপ করে তোলা হয়। CPI(M) candidates are going to submit nomination papers for the Lok Sabha election. Bardhaman-Durgapur & Bardhaman Purba Lok Sabha (2) একাধিক ড্রপ গেট তৈরী করে মনোনয়নে আসা রাজনৈতিক দলের মিছিলকে আটকে দেওয়া হয় ড্রপ গেটেই। কিন্তু শাসকদল তৃণমূলের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা আচরণ করায় এদিন তৃণমূলের বিরুদ্ধে নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। শুক্রবার রাজ্যের শাসকবিরোধীদের জন্য নিরাপত্তায় কড়াকড়ি থাকলেও রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সমর্থকনেতাদের জন্য যথেষ্ট শিথিল ছিল এদিন জেলাশাসককরণের নিরাপত্তার চেহারা। CPI(M) candidates are going to submit nomination papers for the Lok Sabha election. Bardhaman-Durgapur & Bardhaman Purba Lok Sabha (2) শুক্রবার সকালে বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের সিপিআই(এম) প্রার্থী হিসাবে আভাষ রায় চৌধুরী জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তবের কাছে মনোনয়নপত্র পেশ করেন। অতিরিক্ত জেলাশাসক (সাধারণঅরিন্দম নিয়োগীর কাছে বর্ধমান পূর্ব লোকসভা আসনের জন্য মনোনয়ন পত্র জমা দিলেন সিপিআই(এম) প্রার্থী ঈশ্বরচন্দ্র দাস। এদিন বর্ধমানের পার্কাস রোড থেকে মিছিল করে প্রার্থীরা আসেন জেলাশাসক অফিস এলাকায়। মিছিলের প্রথমভাগে ছিলেন অমল হালদারঅচিন্ত্য মল্লিকউদয় সরকার প্রমুখরাও। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে নির্দিষ্ট এলাকায় প্রার্থী সহ ৪জনকে প্রবেশ করতে দেওয়া হয়। Paresh Chandra Das BJP candidate of Bardhaman Purba Lok Sabha are going to submit nomination papers for the Lok Sabha election (2) সিপিআই(এম)-এর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবার কিছুক্ষণ পর বর্ধমান ষ্টেশন থেকে বিশাল মিছিল এবং সঙ্গে ব্যাণ্ডপার্টি নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন বিজেপির বর্ধমান পূর্বের প্রার্থী পরেশ চন্দ্র দাস। হাজির ছিলেন জেলা বিজেপির সভাপতি সন্দীপ নন্দীগোলাম জার্জিস সহ জেলা নেতারাও। রীতিমত মহিলারাও এদিন মাথায় চৌকিদারের টুপি পড়ে নাচতে থাকেন। এরপর বর্ধমানের কালীবাজারের তৃণমূল পার্টি অফিস থেকে মিছিল করে তাসাপার্টি নিয়ে হাজির হন তৃণমূল কংগ্রেসের এই কেন্দ্রের প্রার্থী মমতাজ সংঘমিতা এবং সুনীল মণ্ডল। AITC candidates are going to submit nomination papers for the Lok Sabha election. Bardhaman-Durgapur & Bardhaman Purba Lok Sabha (2) মমতাজ সংঘমিতা জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তবের হাতে এবং সুনীল মণ্ডল অতিরিক্ত জেলাশাসক অরিন্দম নিয়োগীর হাতে মনোনয়নপত্র দাখিল করেন। যদিও এদিন শাসকদলের এই দুই প্রার্থীর মনোনয়ন পেশ করতে নির্দিষ্ট এলাকার ভেতরেই তৃণমূলের নেতারা রীতিমত বিনা বাধায় ঢুকে যান। রীতিমত হুড়োহুড়িও শুরু হয়। যা নিয়ে রীতিমত বিরক্ত বোধ করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি স্বপন দেবনাথও। AITC candidates are going to submit nomination papers for the Lok Sabha election. Bardhaman-Durgapur & Bardhaman Purba Lok Sabha (2) খোদ অতিরিক্ত জেলাশাসকের চেম্বারে প্রার্থী সুনীল মণ্ডল ছাড়াও হাজির ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথজেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়াসহকারী সভাধিপতি দেবু টুডুকাটোয়ার বিধায়ক তথা পুরপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়বর্ধমান পুরসভার প্রাক্তন কাউন্সিলার খোকন দাসমেমারী বিধায়ক নার্গিস বেগমমেমারীর প্রাক্তন বিধায়ক আবু হাসেম মণ্ডলবর্ধমান জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ উত্তম সেনগুপ্ত প্রমুখরা। অথচ প্রশাসনিকভাবেই সমস্ত রাজনৈতিকদলকে জানিয়ে দেওয়া হয়েছিল প্রার্থী ছাড়া মাত্র ৪জন মোট ৫জন ঢুকতে পারবেন মনোনয়ন কেন্দ্রে। বস্তুতঅন্যান্য রাজনৈতিক দলকে আটকে দিলেও এদিন শাসকদলের নেতাদের আটকানোর কোনো সাহসই দেখান নি উপস্থিত পুলিশ কর্তারা। কার্যত তাঁরা অসহায় অবস্থায় দাঁড়িয়ে থেকেছেন। যা নিয়ে নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ তুলেছে বিরোধীরা। Paresh Chandra Das BJP candidate of Bardhaman Purba Lok Sabha are going to submit nomination papers for the Lok Sabha election (2) খোদ অতিরিক্ত জেলাশাসকের কিংবা জেলাশাসকেরঅফিস চত্বরেই এদিন তৃণমূলের ঝাঁক ঝাঁক নেতৃত্ব নিশ্চিন্তে ঢুকেছেন বেড়িয়েছেন। এদিকেএদিন তৃণমূল প্রার্থীদের মনোনয়নপত্র পেশের পাশাপাশি স্বপনবাবু জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ করে জানিয়েছেনবর্ধমান পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী পরেশ চন্দ্র দাসের সমর্থনে এদিন বিজেপির মিছিলে অস্ত্র হাতে নিয়ে দাপাদাপি করেছে বিজেপি সমর্থকরা। এই ঘটনায় নির্বাচনী বিধি লঙ্ঘিত হয়েছে। এব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেবার জন্য তিনি জেলাশাসকের কাছে লিখিতভাবে আবেদন করেছেন। The AITC has complained of having arms in BJP rally to submit nomination papers. Minister Swapan Debnath complained to the District Magistrate. স্বপনবাবু জানিয়েছেনবিজেপির অস্ত্র মিছিলের ছবি তাঁরা জেলাশাসকের কাছে জমা দিয়েছেন। এদিকেএই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাপান উতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে। খোদ বিজেপির বর্ধমান পূর্বের প্রার্থী পরেশ চন্দ্র দাস অতিরিক্ত জেলাশাসক (সাধারণঅরিন্দম নিয়োগীর কাছে মনোনয়নপত্র জমা দেবার পর তৃণমূলের আনা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেনসম্পূর্ণ মিথ্যা এবং মনগড়া অভিযোগ করা হয়েছে। পাল্টা পরেশবাবু এদিন এব্যাপারে তদন্তেরও দাবী করেছেন। তিনি জানিয়েছেনতৃণমূলের পায়ের তলার মাটি সরে যাচ্ছে বুঝতে পেরেই এই ধরণের মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।

Abhas Ray Chaudhuri CPI(M) candidate of Bardhaman-Durgapur Lok Sabha constituency submitted nomination papers for Lok Sabha polls Iswar Chandra Das CPI(M) candidate of Bardhaman Purba Lok Sabha constituency submitted nomination papers for Lok Sabha polls Mamtaz Sanghamita AITC candidate of Bardhaman-Durgapur Lok Sabha constituency submitted nomination papers for Lok Sabha polls Paresh Chandra Das BJP candidate of Bardhaman Purba Lok Sabha constituency submitted nomination papers for Lok Sabha polls Sunil Kumar Mondal AITC candidate of Bardhaman Purba Lok Sabha constituency submitted nomination papers for Lok Sabha polls

About admin

Check Also

The fifth short film festival was organized in Burdwan

বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *