Breaking News

‘হুল্লোড় ২০২৩’ শিরনামে আয়োজিত হল বর্ধমান ডিডি (পি) আইটিআই-এর বাৎসরিক অনুষ্ঠান

Annual program of Burdwan DD (P) ITI held under the title 'Hullore 2023'

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- তুলনামূলক পরিশ্রমের প্রশিক্ষণ তাই মেয়েরা এখন আই.টি.আই.-এ ভর্তি হতে চাইছেন না। মেয়েদের এখন লক্ষ‌্য স্কুল মাষ্টারী। বৃহস্পতিবার বর্ধমান ডিডি (পি) আইটিআই-এর বাৎসরিক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে একথা জানিয়েছেন এই আইটিআই-এর চেয়ারম্যান সঞ্জীব দলুই। তিনি জানিয়েছেন, এই কলেজে মোট ২৪০টি আসন। কিন্তু অন্যান্যবার দু-একজন মেয়ে ভর্তি হলেও এবছর কোনো মেয়েই আইটিআই-এ ভর্তি হয়নি। কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য সরকার সকলেই যখন মেয়েদের সবরকমের শিক্ষার প্রসারে চেষ্টা করছে তখন আইটিআই-এর মত হাতে কলমে শিক্ষায় মেয়েদের পিছিয়ে থাকা নিয়ে উদ্বিগ্ন শিক্ষকমহল। এদিন সঞ্জীব দলুই জানিয়েছেন, তাঁদের এই কলেজে ইলেকট্রিসিয়ান এবং ফিটার এই দুটি কোর্স চলছে। চলতি বছরে তাঁরা ডিজেল মেকানিক ইঞ্জিনিয়ারিং, এ সি রেফ্রিজারেশন ইঞ্জিনিয়ারিং, বিউটিশিয়ান কোর্স চালু করার জন্য আবেদন জানিয়েছেন। তাঁরা আশা করছেন মেয়েরা এতে আগ্রহী হবেন। এদিন কলেজের এই ‘হুল্লোড় ২০২৩’ শিরনামে বাৎসরিক অনুষ্ঠানে কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এর পাশাপাশি এদিন স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন, নবীনবরণ এবং ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়। Annual program of Burdwan DD (P) ITI held under the title 'Hullore 2023'

About admin

Check Also

MLA's mother-in-law and panchayat pradhan's names are on the list of people getting houses under the Bangla Awas Yojana

বাংলা আবাস যোজনায় নাম দোতলা বাড়ির মালিক বিধায়কের শাশুড়ি এবং পঞ্চায়েত প্রধানের

খণ্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগের শ্বশুরবাড়ির একাধিক বাড়িতে হুকিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *