বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান শহরের শ্রীপল্লী এলাকায় তৃণমূলকর্মীকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত শঙ্কর ঘোষকে গ্রেপ্তার করলো বর্ধমান থানার পুলিশ। পুলিশি হেফাজতের আবেদন করে ধৃতকে সোমবার বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। আদালতে পেশ করার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শঙ্কর ঘোষ জানিয়েছেন, ‘আমাকে ফাঁসানো হয়েছে’। উল্লেখ্য, শনিবার গভীর রাতে অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় বর্ধমানের ইছলাবাদের বাসিন্দা সুভাশীষ মহন্ত ওরফে কার্তিক (৪৮) নামে এক তৃণমূলকর্মীকে শ্রীপল্লী এলাকায় ছুরি মেরে খুন করার অভিযোগ ওঠে। মৃতের মা মন্দিরা মহন্ত বর্ধমান থানায় লিখিত অভিযোগ করে জানান, শনিবার গভীর রাতে বর্ধমান শহরের ১০ নং ওয়ার্ডের বাসিন্দা সুভাশীষ মহন্ত ওরফে কার্তিক শ্রীপল্লী এলাকায় একটি হোটেল থেকে খাবার নিয়ে বাড়ি ফিরছিল। সেই সময় শঙ্কর ঘোষ নামে এক ব্যক্তি শুভাশীষ মহন্তকে মারধর করে এবং ছুরি দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক শুভাশীষকে মৃত ঘোষণা করেন। সক্রিয় তৃণমূলকর্মী হিসাবে শুভাশীষ মহন্ত এলাকায় নানান ধরণের অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করতো। শঙ্করের সাথে এর আগেও একবার ঝামেলা হয়েছিল। তার জেরেই এই খুন করা হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগের পরিপেক্ষিতে তদন্তে নেমে বর্ধমান থানার পুলিশ শঙ্কর ঘোষকে গ্রেপ্তার করে।