বর্ধমান (পূর্ব বর্ধমান) :- দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিজেপি – তৃণমূল সংঘর্ষের ঘটনা ঘটল বর্ধমানের রায়নগর এলাকায়। আহত হয়েছেন ৩ বিজেপি সমর্থক। বিজেপির জেলা যুব মোর্চার সভাপতি শ্যামল রায় অভিযোগ করেছেন, মংগলবার সন্ধ্যায় রায়নগর এলাকায় বিজেপি সমর্থকরা দেওয়াল লিখনের কাজ করার সময় তৃণমূল কর্মীরা তাতে বাধা দেয়। তৃণমূলের সমর্থকরা এই ঘটনায় ৩ বিজেপি নেতাকে ব্যাপক মারধর করে। এই ঘটনায় গুরুতর জখম হন বিজেপির বর্ধমান সদর ২–এর যুবমোর্চার সম্পাদক অভিজিত রায়। মঙ্গলবার রাতেই তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার গভীর রাতেই এই ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবীতে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। যদিও এব্যাপারে তৃণমুলের জেলা সহ সভাপতি আজিজুল হক মণ্ডল জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস এই ধরণের মারধোরের রাজনীতিত বিশ্বাসী নয়। এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনোভাবেই জড়িত নয়। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা বলে তিনি দাবী করেছেন।
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …