Breaking News

শুরু হল সরকারী জায়গা থেকে বিজ্ঞাপন হঠানোর কাজ, তৈরী জেলা নির্বাচন দপ্তর

Press Briefing - District Election Officer and District Magistrate. Lok Sabha Election 2019

বর্ধমান (পূর্ব বর্ধমান) :-  শুরু হয়ে গেল ভোটের তত্পরতা। সোমবার আনুষ্ঠানিকভাবে পূর্ব বর্ধমানের জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক  অনুরাগ শ্রীবাস্তব বর্ধমান জেলার দুই লোকসভা আসনের বিষয়ে সাংবাদিক বৈঠকও করেছেন। আর ভোটের নির্ঘণ্ট জারী হতেই শুরু হয়ে গেল কর্মতত্পরতা। এদিনই জেলাপ্রশাসনের উদ্যোগে সরকারী দেওয়াল বা বাড়িতে লাগানো সরকারী বিভিন্ন প্রকল্পের প্রচার সহ বিভিন্ন প্রচার সংক্রান্ত ফেষ্টুনব্যানারহোর্ডিং সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছে। পূর্ব বর্ধমান জেলায় চতুর্থ দফায় দুটি লোকসভা আসন বর্ধমান – দুর্গাপুর এবং বর্ধমান পূর্ব আসনে ভোট অনুষ্ঠিত হবে আগামী ২৯ এপ্রিল। পূর্ব বর্ধমান জেলায় মোট ভোটার রয়েছেন ৩৮ লক্ষ ৮৪ হাজার ২জন। Banner, Flex & Flag is being removed due to election announcement. At Burdwan. Lok Sabha Election 2019 এবারের ভোটে থাকছেন ৩৭৬জন মহিলা ভোট কর্মী। থাকছে মোট ৭৮টি মহিলা দ্বারা পরিচালিত বুথ। এর মধ্যে সদর উত্তর মহকুমায় ২৯টিসদর দক্ষিণ মহকুমায় ১০টিকালনায় ১৫টি এবং কাটোয়ায় ২৪টি বুথ থাকছে। জেলাশাসক এবারও জানিয়েছেনপ্রার্থীদের সর্বোচ্চ খরচের সীমা ৭০ লক্ষ টাকা। তিনি আবেদন জানিয়েছেনযে কোনো মানুষ ১০ লাখ টাকার উর্ধে ক্যাশ নিয়ে যেতে চাইলে উপযুক্ত প্রমাণ সঙ্গে রাখুন। কারণ সোমবার থেকেই নির্বাচনী এমসিসি টিম জায়গায় জায়গায় তল্লাশি এবং নজরদারী শুরু করেছে। এবারের লোকসভা নির্বাচনে জেলায় ২১হাজার ৭৮৫ জন ভোট কর্মীকে নিয়োজিত করা হচ্ছে। Banner, Flex & Flag is being removed due to election announcement. At Burdwan. Lok Sabha Election 2019 যেহেতু সমস্ত বুথেই ভিভিপ্যাট এবং ইভিএম মেশিনেই ভোট গ্রহণ হবে তাই অন্যান্যবারের থেকে এবার ভোটকর্মীদের ৩দিন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। উল্লেখ্যবর্ধমান – দুর্গাপুর এবং বর্ধমান পূর্ব এই দুটি লোকসভা আসনের পাশাপাশি বোলপুর লোকসভা আসনের অন্তর্গত তিনটি বিধানসভা এবং বিষ্ণুপুর লোকসভা আসনের মধ্যে একটি আসন রয়েছে এই জেলার মধ্যে। Banner, Flex & Flag is being removed due to election announcement. At Burdwan. Lok Sabha Election 2019 বোলপুর লোকসভা আসনের মধ্যে কেতুগ্রামমঙ্গলকোট এবং আউশগ্রাম বিধানসভা এবং বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা আসনের মধ্যে খণ্ডঘোষ রয়েছে এই জেলার মধ্যে। অন্যদিকেগলসী বিধানসভার অধীনে থাকা ৮২টি বুথ পশ্চিম বর্ধমানের দিকে পড়েছে। বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের মধ্যে রয়েছে বর্ধমান দক্ষিণ,বর্ধমান উত্তরমন্তেশ্বরভাতার এবং গলসী বিধানসভা। Banner, Flex & Flag is being removed due to election announcement. At Burdwan. Lok Sabha Election 2019 এই লোকসভা কেন্দ্রের মোট ভোটার রয়েছেন ১২ লক্ষ ২৯ হাজার ৩৫৭জন। যদিও এই লোকসভা আসনের একটি অংশ তথা দুটি বিধানসভা রয়েছে পশ্চিম বর্ধমান জেলার মধ্যে। এই ভোটারের মধ্যে ৬ লক্ষ ২২ হাজার ৪৫৯ জন পুরুষ ভোটার৬ লক্ষ ৬ হাজার ৮৮০ জন মহিলা ভোটার এবং ১৮জন তৃতীয় লিঙ্গের ভোটার। Banner, Flex & Flag is being removed due to election announcement. At Burdwan. Lok Sabha Election 2019 অন্যদিকেবর্ধমান পূর্ব লোকসভা আসনের মধ্যে রয়েছে রায়নাজামালপুরকালনা,মেমারীপূর্বস্থলী দক্ষিণপূর্বস্থলী উত্তর এবং কাটোয়া বিধানসভা। মোট ভোটার এখানে ১৬ লক্ষ ৯৪ হাজার ৫৯০ জন। তার মধ্যে ৮ লক্ষ ৬৮ হাজার ১৮ জন পুরুষ ভোটার৮ লক্ষ ২৬ হাজার ৫২৪জন মহিলা ভোটার এবং ৪৮ জন তৃতীয় লিঙ্গের ভোটার। 

About admin

Check Also

Dilip Ghosh attacked the police with foul language, BJP candidate threatened to take off his pants.

পুলিশকে কদর্য ভাষায় আক্রমণ দিলীপ ঘোষের, প্যান্ট খুলে নেবার হুমকি

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বুধবার সন্ধ‌্যায় বর্ধমান শহরের পারবীরহাটা এলাকায় বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *