Breaking News

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালিসিস মেশিন খারাপ, সংকটে রোগীরা

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার প্রভূত উন্নতি সত্ত্বেও খোদ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সা পরিষেবা নিয়েই লাগাতার অসন্তোষে এবার নতুন মাত্রা যোগ করল ডায়ালিসিস মেশিন। শুধু ডায়ালিসিসই নয়একইসঙ্গে সিটি স্ক্যান মেশিনও বন্ধ। সোমবার আচমকাই বিকল হয়ে পড়েছে এমআরআই মেশিনও। এছাড়াও ডিজিটাল এক্সরে বিভাগেও রিপোর্ট পেতে ১২ থেকে ১৫ দিন সময় লাগছে রোগীদের। ম্যানুয়াল এক্সরেও ঠিকমত হচ্ছে না । এছাড়াও রোগীদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে খোদ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মিলছে না অনেক সাধারণ ওষুধও। ফলে সবমিলিয়ে প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের রোগী পরিষেবার বিষয়টি। জানা গেছেপ্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে খোদ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালিসিস মেশিন সহ গুরুত্বপূর্ণ কয়েকটি মেশিন বন্ধ থাকায় চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন রোগীরা। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছেপ্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালের এই ডায়ালিসিস মেশিন খারাপ। অনেক আগেই মোট ৫টি মেশিনের মধ্যে ৩টি খারাপ হয়েছিল। ২টি মেশিনে ডায়ালিসিসের কাজ চলছিল। কিন্তু এই ২টি মেশিনও খারাপ হয়ে যাওয়া চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। এব্যাপারে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি সুপার ডা.অমিতাভ সাহা জানিয়েছেনবর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ৫টি ডায়ালিসিস মেশিনের মধ্যে ৩টি আগেই বিকল হয়ে যায়। বাকি ২টিতেও জল এবং পরিকাঠামোগত সমস্যা দেখা দেওয়ায় তা বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেনএব্যাপারে সংশ্লিষ্ট হীতেশ কোম্পানীকে গোটা বিষয়টি জানানো হয়েছে। কয়েকদিনের মধ্যেই তা চালু করার চেষ্টা চলছে। এরই পাশাপাশি ডাসাহা জানিয়েছেন,ইতিমধ্যেই ডায়ালিসিস বিভাগের জন্য আলাদাভাবে ২০টি বেডের ইউনিট অনুমোদিত হয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে। নির্মীয়মাণ নতুন ভবনের নিচের তলায় তা পূজোর পরেই চালু করার চেষ্টা চলছে। এব্যাপারে বিদ্যুত ও জনস্বাস্থ্য দপ্তরের সঙ্গেও আলোচনা হয়েছে। পিপিপি মডেলে এই ২০ বেডের ডায়ালিসিস বিভাগ চালু করা হবে। যদিও এদিন তিনি জানিয়েছেনসিটি স্ক্যান মেশিন যেখানে ছিল স্যাঁতসেঁতে আবহাওয়ার জন্য তা বারে বারেই খারাপ হওয়ার বিষয়টি নজরে আসে। ইতিমধ্যেই প্রায় ৫০ লক্ষ টাকার যন্ত্রাংশ নিয়ে আসা হচ্ছে সিটি স্ক্যান মেশিনের জন্য। তাঁরা আশা করছেন সিটি স্ক্যানও দ্রুত চালু হয়ে যাবে। যদিও এই বিভাগটিকেও নতুন ভবনে স্থানান্তরিত করা হবে বলে তিনি জানিয়েছেন। যদিও এমআরআই বন্ধডিজিটাল এক্সরে বন্ধ থাকার বিষয় নিয়ে তিনি খোঁজ নেবেন বলে জানিয়েছেন। ডা.সাহা জানিয়েছেনএমআরআই বা ডিজিটাল এক্সরে মেশিন নিয়ে যে সমস্যার কথা রোগীরা জানিয়েছেনসে ব্যাপারে তিনি খোঁজ নিয়ে দেখবেন। তবে প্রয়োজনীয় সাধারণ ওষুধ অমিলের বিষয়টি তিনি অস্বীকার করে জানিয়েছেনওষুধ অমিলের বিষয়টি ঠিক নয়। ওষুধ মজুদ আছে। এদিকেবর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সার এই অব্যবস্থায় মহকুমা কংগ্রেসের পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। বর্ধমান সদর মহকুমা কংগ্রেসের সভাপতি নাজির হোসেন অভিযোগ করেছেনএর আগেও তাঁরা হাসপাতালের চিকিত্সার সুব্যবস্থা গড়ে তোলার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন। কিন্তু তারপরেও গত প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালের গুরুত্বপূর্ণ ডায়ালিসিস মেশিন খারাপ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। বিভিন্ন রোগীরা তাঁদের কাছেও অভিযোগ জানাচ্ছেন। তিনি জানিয়েছেনএব্যাপারে তাঁরা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে কংগ্রেসের পক্ষ থেকে স্মারকলিপি দেবার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকেএরই পাশাপাশি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এন্ড্রোস্কোপি মেশিন না থাকা নিয়েও অভিযোগ উঠেছে। সে ব্যাপারে ডেপুটি সুপার জানিয়েছেনএটা ঠিকই এই হাসপাতালে এই মেশিনের প্রয়োজনীয়তা রয়েছে। তাঁরা চেষ্টা করছেন অনাময়ের ট্রমা কেয়ার সেণ্টারে যে এন্ড্রোস্কোপি মেশিনটি রয়েছে সেটিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার। কারণ ট্রমা কেয়ার সেণ্টারে ওই মেশিনের প্রয়োজন খুব বেশি হয় না। এব্যাপারে তাঁরা চেষ্টা করছেন।

About admin

Check Also

Dilip Ghosh attacked the police with foul language, BJP candidate threatened to take off his pants.

পুলিশকে কদর্য ভাষায় আক্রমণ দিলীপ ঘোষের, প্যান্ট খুলে নেবার হুমকি

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বুধবার সন্ধ‌্যায় বর্ধমান শহরের পারবীরহাটা এলাকায় বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *