Breaking News

মনোনয়নপত্র জমা দিলেন বর্ধমান পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী শর্মিলা সরকার

Bardhaman Purba Trinamool Congress candidate Sharmila Sarkar submitted nomination papers

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- দু’দিন আগেই যাঁকে নিয়ে ছড়া বানিয়েছিলেন, মাঝে কটা দিন যেতে না যেতেই তাঁকেই বৃহস্পতিবার মনোনয়ন জমা দিতে এসে ‘মা’ বলে সম্বোধন করেছিলেন বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার। আর শুক্রবার অসীমবাবুর এই ‘মা’ সম্বোধন নিয়ে এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডা. শর্মিলা সরকার মনোনয়ন জমা দিতে এসে বলে গেলেন, ওনার সম্বন্ধে কিছু বলতে চাই না। তবে কাউকে ‘মা’ বলতে শ্রদ্ধা, ভক্তি থাকা চাই। উল্লেখ্য, প্রচারে বেড়িয়ে বিজেপি প্রার্থী অসীম সরকার কখনও গান গাইছেন, কখনও ছড়া বাঁধছেন। এই কেন্দ্রে প্রার্থী হিসাবে পা দিয়েই তিনি তাঁর মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারকে নিয়ে গান বাঁধেন। যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। যদিও বারে বারেই এই প্রশ্নে শর্মিলাদেবী জানিয়েছেন, উনি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। হয়ত প্রচারের এটা তাঁর কৌশল। উনি যা করছেন করুন, আমি আমার মত প্রচার করছি। Bardhaman Purba Trinamool Congress candidate Sharmila Sarkar submitted nomination papers শুক্রবারও শর্মিলাদেবী জানান, ওনার ব্যাপারে কিছু বলতে চাই না। তবে জেতার ব্যাপারে তিনি ১০০ শতাংশ আশাবাদী। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের মতুয়া ভোট সম্পর্কে তিনি বলেন, সকলেই প্রার্থীদের দেখছেন, দল দেখছেন। তাই মানুষ কাকে বিশ্বাস করবেন এটা তাঁদের বিষয়। যদিও তিনি আশাবাদী সাধারণ মানুষ তাঁকে বিশ্বাস করছেন এবং ভোট তাঁকেই দেবেন। ফলে জেতার ব্যাপারে কোনো কিন্তু নেই তাঁর। শুক্রবার বর্ধমানের কালীবাজারে বড়মা কালীর কাছে পুজো দিয়ে দলীয় অফিস থেকে মিছিল করে শর্মিলা সরকার আসেন জেলাশাসকের দপ্তরে। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, মেমারীর বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, জেলা পরিষদের মেন্টর মহম্মদ ইসমাইলও। অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অমিয় দাসের কাছে তিনি এদিন মনোনয়ন দাখিল করেন। Bardhaman Purba Trinamool Congress candidate Sharmila Sarkar submitted nomination papers

About admin

Check Also

Dilip Ghosh attacked the police with foul language, BJP candidate threatened to take off his pants.

পুলিশকে কদর্য ভাষায় আক্রমণ দিলীপ ঘোষের, প্যান্ট খুলে নেবার হুমকি

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বুধবার সন্ধ‌্যায় বর্ধমান শহরের পারবীরহাটা এলাকায় বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *