বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সন্দেশখালীর তৃণমূল বিধায়ককে অবিলম্বে গ্রেপ্তারের দাবি তুলল ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজ। শুক্রবার বর্ধমানে বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবিকে জোরালো করে তুলল এই সংগঠন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি তপন কুমার সর্দার জানিয়েছেন, তৃণমূল সরকারের বিধানসভায় ২০১১ সাল থেকে উত্তর ২৪ পরগনা থেকে জয়ী সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাত, ইনি অ-আদিবাসী হয়ে সংরক্ষিত আসনে আদিবাসীদের প্রতিনিধিত্ব করছেন। বিধানসভাকে কলুষিত করছেন। তপনবাবু জানিয়েছেন, এই ধরনের ঘটনাগুলি নিয়ে আমরা দীর্ঘ বছর ধরে প্রশাসনের বিভিন্নস্তরে জানিয়ে আসছি। কিন্তু কোনও ফল পাওয়া যায়নি। মাহাত পদবীধারীরা পূর্বস্থলীতে আদিবাসী তকমা নিয়ে টুসু পরব করছে, সেখানে তাঁদের লোগো বিকৃত করে ব্যবহার করা হচ্ছে। সেখানে সরকারি আধিকারিকেরাও অতিথি হিসাবে থাকছেন। তিনি অভিযোগ করেছেন, রাজনৈতিক এবং প্রশাসনিক চক্রান্তকারীরা এই ঘটনায় মদত দিচ্ছেন। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীকে জানিয়েও কিছু হয়নি। তপনবাবু জানিয়েছেন, সুকুমার মাহাতকে বিধায়কের পদ থেকে সরিয়ে তাঁকে গ্রেফতার করতে হবে এবং একইসঙ্গে রাজ্যের সব ভুয়ো এই সার্টিফিকেট বাতিল করতে হবে। উল্লেখ্য, এদিন বর্ধমান স্টেশন থেকে বিশাল মিছিল করে কার্জন গেটের সামনে বিক্ষোভ সমাবেশ করে এই সংগঠন। এদিন এই সংগঠনের পক্ষ থেকে আওয়াজ তোলা হয় – সারা রাজ্য ব্যাপী অ-আদিবাসী উপজাতি শংসাপত্র দেওয়া হচ্ছে কীসের স্বার্থে? আদিবাসী ভূমিজের ‘বিদদিরি্’ লোগো বিকৃতি করা হচ্ছে কেন? মাহাত পদবি অ-আদিবাসীদের প্রদান করা ভুয়ো উপজাতি শংসাপত্র বাতিল করতে হবে। অ-আদিবাসী কুড়মি মাহাতদের আদিবাসী শংসাপত্র প্রদান করা চলবে না। এদিন এই আদিবাসী সংগঠনের এই সমাবেশকে ঘিরে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মত। কোনোরকম অপ্রীতিকর অবস্থার যেন সৃষ্টি না হয় সেজন্য বর্ধমান স্টেশন চত্বর থেকেই মিছিলকে ঘিরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়।
Tags Adivasi Adivasi Bhomij Samaj Adivasi Samaj Bharatiya Adivasi Bhomij Samaj Bhomij Bhomij Samaj MLA Samaj Sandeshkhali Sandeshkhali MLA ST
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …