বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ঘুড়ি ধরতে গিয়ে ট্রেনের ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যু হল এক ছাত্রের। মৃতের নাম রাজগুরু চ্যাটার্জী (১৪)। বর্ধমান শহরের নাড়ি অরবিন্দপল্লীর বাসিন্দা রাজগুরু বর্ধমান টাউন স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিলো। জিআরপি ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে রাজগুরু ওরফে বাঘা আরও একজন বন্ধুর সঙ্গে কালনা রেলগেটের পাশে বাঁকা ব্রিজের কাছে খেলতে যায়। খেলার সময় একটি ঘুড়িকে উড়ে আসতে দেখে ঘুড়িটিকে ধরতে গিয়ে রেললাইনের উপর চলে আসে রাজগুরু। সেইসময়ই দুরন্তগতিতে আসা একটি ট্রেন ধাক্কা মারে তাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজগুরুর। পরে জিআরপি তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ মর্গে পাঠায়। মৃতের বাবা জয়ন্ত চ্যাটার্জী জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ২ টো নাগাদ স্কুল থেকে বাড়ি ফিরে আসে বাঘা। এরপর বিকাল ৪টে নাগাদ সে বাড়ি থেকে বেড়িয়ে যায়। প্রতিদিনই বাড়ির কাছাকাছি মাঠেই সে খেলাধূলা করলেও এদিনই বিকালে বাঁকা ব্রীজের কাছে চলে যায় সে। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র শোকের ছায়া নেমে এসেছে। বুধবার বর্ধমান মেডিকেল কলেজ মর্গে মৃতদেহটির ময়না তদন্ত করা হয়।
Tags flying a kite Kite
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …