Breaking News

প্রাথমিক স্কুল ভেঙে ফেলার ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে কংগ্রেসের বিক্ষোভ

Congress protest movement in the office of District Primary School Council regarding demolition of primary school in Burdwan

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান শহরের ১৫ নং ওয়ার্ডের ২নং শাঁখারীপুকুর এলাকায় প্রাথমিক স্কুলকে ভেঙে মাটিতে মিশিয়ে দেবার ঘটনায় বুধবার জোড়ালো আন্দোলন করল জেলা কংগ্রেস। এদিন জেলা কংগ্রেসের সহ সভাপতি বুলবুল আহমেদের নেতৃত্বে জেলা যুব কংগ্রেস সভাপতি গৌরব সমাদ্দার, সংখ্যালঘু সেলের জেলা কার্য্যকরী সভাপতি নাজির হোসেন সহ জেলা কংগ্রেস নেতা-কর্মীরা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিসে বিক্ষোভ দেখান। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবী জানান। জেলাশাসকের কাছে স্মারকলিপিও দেওয়া হয়। এদিন গৌরব সমাদ্দার জানিয়েছেন, এই সরকারী প্রাথমিক স্কুলকে ভেঙে ফেলার পিছনে বড়সড় চক্র কাজ করছে। এই কাণ্ডে জড়িত রাজ্যের শাসকদলের নেতারাও। Congress protest movement in the office of District Primary School Council regarding demolition of primary school in Burdwan এমনকি স্কুল শিক্ষা দপ্তর এখনও কোনো ব্যবস্থা না নেওয়ায় তাদেরও কেউ কেউ এই ঘটনায় জড়িত থাকতে পারেন। গৌরব জানিয়েছেন, তাঁরা খবর পেয়েছেন ওই জায়গায় প্রোমোটারী করার জন্য তৃণমূলের এক নেতার ইন্ধনেই এই স্কুলভবনকে ভেঙে ফেলা হয়েছে। গোটা ঘটনায় জেলা প্রশাসনের কাছে তাঁরা উপযুক্ত তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। কিন্তু এরপরেও যদি প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে তাঁরা আদালতে মামলার পথে যাবেন। এরই পাশাপাশি তিনি এদিন অভিযোগ করেছেন, বর্ধমান জেলার বহু প্রাথমিক স্কুলের অবস্থা অত্যন্ত খারাপ। কিছু কিছু স্কুলের রাত্রিবেলায় মদ আর জুয়ার আসরও বসছে বলে অভিযোগ উঠেছে। এব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

Investigation started in Burdwan primary school demolition incident. The BJP submitted a deputation to the Sub-Divisional Officer demanding punishment for the culprits Investigation started in Burdwan primary school demolition incident. The BJP submitted a deputation to the Sub-Divisional Officer demanding punishment for the culprits Investigation started in Burdwan primary school demolition incident. The BJP submitted a deputation to the Sub-Divisional Officer demanding punishment for the culprits A club in Burdwan Town has been accused of demolishing a government school building. At 2no Sankharipukur (3) A club in Burdwan Town has been accused of demolishing a government school building. At 2no Sankharipukur (3) A club in Burdwan Town has been accused of demolishing a government school building. At 2no Sankharipukur (3)

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *