বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বৃহস্পতিবার সকালে পূর্ব বর্ধমানের বর্ধমান আরামবাগ রোডের বাঁকুড়া মোড়ের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল স্বামী ও স্ত্রীর। মৃতদের নাম সাবিত্রী মাঝি (৩৫) এবং সুব্রত মাঝি (৪২)। বাড়ি বর্ধমানের শক্তিগড় থানার নবস্থা এলাকায়। সুব্রতবাবু পেশায় ইলেকট্রিক মিস্ত্রী ছিলেন। মৃতের আত্মীয়রা জানিয়েছেন, এদিন সকালে মোটরবাইক নিয়ে সুব্রতবাবু তাঁর স্ত্রীকে নিয়ে আরও কয়েকজন আত্মীয়ের সঙ্গে হুগলীর জয়রামবাটি যাচ্ছিলেন পুজো দিতে। পথে বাঁকুড়া মোড়ের কাছে একটি পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে অপর একটি মোটরবাইকে ৩ আরোহী দ্রুত বেগে আরামবাগ রোডে উঠে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সুব্রতবাবুর মোটরবাইকে ধাক্কা মারলে সকলেই ছিটকে পড়েন। সুব্রতবাবু এবং তাঁর স্ত্রী ছিটকে পড়েন রাস্তার মাঝে। সেই সময় একটি লরী দ্রুতগতিতে এসে তাদের পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। রায়না থানার পুলিশ এসে মৃত ও আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘাতক লরীর খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।
Tags Bardhaman Burdwan Couple's death East Bardhaman East Burdwan Purba Bardhaman খবর পূর্ব বর্ধমান বর্ধমান বাংলা বাংলা খবর সংবাদ
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …