Breaking News

রোগে আক্রান্ত বর্ধমান-দুর্গাপুরের কংগ্রেস প্রার্থী রণজিত, এলাকা চষে বেড়াচ্ছেন বর্ধমান পূর্বের প্রার্থী সিদ্ধার্থ

Siddhartha Majumder INC candidate of Bardhaman Purba Lok Sabha constituency in campaigning for voting. At Memari

বিপুন ভট্টাচার্য, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ইলেকশন কমিশন পুরোপুরি ব্যর্থ। মাত্র ৪২টি আসনের নির্বাচন করাতে হচ্ছে ৭টি দফায়। এর থেকে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না। উচিতইলেকশন কমিশনে তালা ঝুলিয়ে দিয়ে তাঁরা ঘরে গিয়ে বসুক। রবিবাসরীয় প্রচারে মেমারীর বেশ কয়েকটি এলাকায় পায়ে চষে বেড়ালেন বর্ধমান পূর্বের কংগ্রেস প্রার্থী সিদ্ধার্থ মজুমদার। এদিন পায়ে পায়ে প্রচারে তিনি জানিয়েছেনতিনি জিতছেনই। এতদিন এই লোকসভা আসনের জন্য তৃণমূলসিপিএম কেউই কিছু করেনি। এলাকার কৃষককুল ফসল উত্পাদন করলেও তাঁরাই খেতে পাচ্ছেন না। তিনি সাংসদ হয়ে কৃষকদের এই দুঃখ ঘোচাতে চান। অন্যদিকেগত কয়েকদিন ধরে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী রণজিত মুখোপাধ্যায় কংজাইটিভাইটিস রোগে আক্রান্ত হয়ে কার্যত জনবিচ্ছিন্ন হয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রীতিমত কংগ্রেসের অন্দরে এই বিষয়টিকে নিয়েই ব্যাপক ঝড় বইতে শুরু করেছে। এমনকি শুরু হয়েছে ব্যাপক সমালোচনাও। অনেক নেতাই বলতে শুরু করেছেন বহিরাগত প্রার্থী হলেই এরকমটা হয়। তাঁরা কেউই জেতার জন্য আসেন না। Ranajit Mukherjee INC candidate of Bardhaman-Durgapur Lok Sabha constituency in campaigning for voting. At Budbud আসেন ভোটের লড়াইয়ের টাকা কামাতে। গত কয়েকদিন ধরে প্রার্থীর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও কংগ্রেস নেতা কর্মীরা তাঁকে পাননি। অথচ তিনি বর্ধমানের একটি হোটেলে রয়েছেন। ফলে এনিয়ে বিভ্রান্তি চরমে উঠেছে। আর মাত্র ভোটের কদিন বাকি। কিন্তু প্রার্থী হোটেলে বসে থাকায় এবং প্রচারে তাঁকে না পাওয়ায় কংগ্রেস কর্মীদের মনোবল ভাঙতে শুরু করে। যদিও রবিবার কংগ্রেস প্রার্থী রণজিত মুখোপাধ্যায় তাঁর বিরুদ্ধে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকার বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তিনি জানিয়েছেনতিনি চোখের সংক্রমণে তাকাতেই পারছিলেন না। বর্ধমানে চিকিত্সা করিয়েও সুফল না মেলায় কলকাতায় গিয়ে চিকিত্সা করিয়েছেন। চিকিত্সকের পরামর্শেই তিনি কয়েকদিন সম্পূর্ণ চোখের বিশ্রাম দিয়েছেন। আর তাতেই ভাল ফল পেয়েছেন। রবিবার থেকেই পুরোদমে তিনি প্রচার শুরু করে দিয়েছেন। এদিন গলসী এবং মানকড়ে তিনি ব্যাপকভাবেই প্রচার করেছেন। কর্মীনেতৃত্বদের অভিযোগের বিষয়টি সম্পর্কে কংগ্রেস প্রার্থী জানিয়েছেন,এটা খুবই স্বাভাবিক। কিন্তু তাঁর বিকল্প কোনো উপায় ছিল না। যদিও তিনি জানিয়েছেনইতিমধ্যেই কর্মীনেতৃত্বদের সঙ্গে তাঁর কথা হয়েছে তিনি সবাইকে বুঝিয়ে বলতে পেরেছেন। অপরদিকেবর্ধমানদুর্গাপুর লোকসভা আসনের প্রার্থী যখন রোগাক্রান্ত হয়ে কার্যত প্রচার বিচ্ছিন্ন হয়ে পড়েছেন,সেই সময় বর্ধমান পুর্বের কংগ্রেস প্রার্থী সিদ্ধার্থ মজুমদার এলাকার পর এলাকা চষে বেড়াচ্ছেন। তিনি জানিয়েছেনকংগ্রেস কর্মী তাঁর কম রয়েছে। কিন্তু সাধারণ মানুষ যেভা্বে তাঁকে বরণ করে নিচ্ছেন তাতে সাধারণ মানুষই কংগ্রেস কর্মী হয়ে যাচ্ছেন।

INC candidates of Purba Bardhaman District in campaigning for voting

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *