Breaking News

মহিলাদের নিরাপত্তার জন্য এবার জেলা পুলিশের উদ্যোগে শেখানো হবে ইসরায়েলি টেকনিক “ক্রাভ মাগা”

Israeli technique "Krav Maga" will be taught under the initiative of the district police for the safety of women.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- চিন্তাভাবনা চলছিল, আর জি করের ঘটনা সেই চিন্তাভাবনাকেই গতি দিল। পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে আগামী শনি ও রবিবার প্রথম পুলিশ লাইনে মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ শুরু হতে চলেছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এই খবর জানিয়েছেন জেলা পুলিশ সুপার আমনদীপ। তিনি জানিয়েছেন, এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে “অপরাজিতা ~ The Undefeated”। উল্লেখ্য, এদিনই বিধানসভায় একই নামে নারী নির্যাতন, ধর্ষণের ঘটনায় চরমতম শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড সম্পর্কিত বিল আনা হয়েছে। এদিন পুলিশ সুপার জানিয়েছেন, এটা সম্পূর্ণভাবেই কাকতালীয় বিষয়। তাঁরাও যে উদ্যোগ নিয়েছেন সেটাও মহিলাদের সুরক্ষার বিষয়। এই নাম তাঁরা অনেক আগেই চিন্তাভাবনা করেছেন। তিনি জানিয়েছেন, অপরাজিতা নামে এই প্রকল্পে নাবালিকা ও মহিলা যাঁরা আত্মরক্ষার জন্য ট্রেনিং নিতে ইচ্ছুক তাঁদের কলকাতার ট্রেনার দিয়ে ইসরায়েলি আত্মরক্ষার কৌশল “ক্রাভ মাগা” আত্মরক্ষার জন্য শেখানো হবে। ইতিমধ্যে প্রায় ১৩০ জন মহিলা আবেদন করেছেন। আরও যদি ইচ্ছুক মহিলা পাওয়া যায় তাহলে এটা ধারাবাহিক ভাবে চলবে। কমিউনিটি পুলিশিং-এর অঙ্গ হিসেবে এই প্রকল্প নেওয়া হয়েছে। যে কেউ আবেদন করতে পারেন এই ট্রেনিং-এর জন্য। বয়সের কোনো বাধ্যবাধকতা নেই। Israeli technique "Krav Maga" will be taught under the initiative of the district police for the safety of women. জেলা পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে, প্রথম দফার প্রশিক্ষণের জন্য অংশগ্রহনকারীদের আবেদন গ্রহণের সংখ্যা পূর্ণ হয়ে গিয়েছে। এই মুহূর্তে আর আবেদন করার প্রয়োজন নেই। ৭ এবং ৯ সেপ্টেম্বর প্রথম দফার প্রশিক্ষণ শেষ হওয়ার পর দ্বিতীয় দফার প্রশিক্ষণের জন্য আবেদন জমা নেওয়া হবে। দ্বিতীয় দফার জন্য কবে থেকে এই আবেদন জমা নেওয়া হবে তা পরে জানান হবে বলে পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন, হঠাৎ করে কোনো আক্রমণ হলে নিজেকে রক্ষার জন্যই এই ট্রেনিং দেওয়া হবে। ইসরায়েলি আত্মরক্ষার কৌশল “ক্রাভ মাগা” শেখানো হবে। নারী নিরাপত্তার জন্যই এই উদ্যোগ। উল্লেখ্য, ইতোমধ্যেই বর্ধমান মহিলা থানার উদ্যোগে চালু হয়েছে মহিলা পুলিশদের নিয়ে উইনার্স টিম। এদিন পুলিশ সুপার জানিয়েছেন, এই টিম ভালোভাবেই কাজ করছে। অপরাজিতা প্রকল্প ও রাজ্যের অপরাজিতা বিল দুটোই নারী নিরাপত্তার স্বার্থে। বিশেষজ্ঞ ট্রেনার দিয়ে এই ট্রেনিং দেওয়া হবে।

About admin

Check Also

Doctor Birupaksha Biswas was transferred to Kakdwip a year ago, did not go

এক বছর আগেই কাকদ্বীপে বদলি করা হয় চিকিৎসক বিরূপাক্ষকে, যাননি; ক্যান্টিন মালিক আইনের পথে

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে এক বছর আগেই স্বাস্থ্য দপ্তর বদলির নির্দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *