বর্ধমান (পূর্ব বর্ধমান) :- এবার যাঁরা নিজেদের পছন্দের মত ফ্ল্যাট কিনতে চান তাঁদের জন্য এগিয়ে এল স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। শনিবার বর্ধমান টাউন হলে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া আয়োজন করছে বর্ধমানে প্রথম নতুন গৃহ ঋণ ও পুরাতন গৃহ ঋণ অধিগ্রহণ ‘ঋণ মেলা’। শুক্রবার সাংবাদিক বৈঠকে ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অরিজিত চন্দ, রিজিওনাল ম্যানেজার সঞ্জয় কুমার সিং, চিফ ম্যানেজার তথা জেলা সংযোজক কঙ্কণ চৌধুরি, চিফ ম্যানেজার অভিষেক বোস প্রমুখরা জানিয়েছেন, তাঁরা আশা করছেন এই লোন মেলায় প্রায় ৪০০ মানুষ তাঁদের পছন্দের বিষয়টি খুঁজে পাবেন। তাঁরা জানিয়েছেন, ব্যাংক পরিচালনা করতে গিয়ে তাঁরা দেখছেন, বহু মানুষ ফ্ল্যাট, বাড়ি কিনতে চাইছেন কিন্তু পছন্দের জায়গা পাচ্ছেন না। তাই তাঁরা এই লোন মেলায় কলকাতা এবং বর্ধমানের নামি প্রোমোটর ও বিল্ডারদের হাজির করছেন গ্রাহকদের সামনে। সরাসরি গ্রাহকরা কথা বলতে পারবেন তাঁদের সঙ্গে। ব্যাংক কর্তারা এদিন জানিয়েছেন, এর পাশাপাশি তাঁদের অন্যান্য যে সমস্ত লোন মেলায় হাজির করা হয় কার লোন, এডুকেশন লোন প্রভৃতিও থাকছে এই লোন মেলায়।
Tags Bank Loan Loan Loan fair Loan Mela SBI Bank Loan State Bank of India
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …