বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাবের নামের সামনে থেকে ‘এ টি কে’ লেখা সরিয়ে দেওয়ার দাবিতে বর্ধমানে প্রতিবাদ জানালেন ‘আমরা কজন মেরিনার্স’-এর সদস্যরা। সোমবার কয়েকজন মোহনবাগান ক্লাবের সমর্থক বর্ধমানের কার্জন গেট চত্বরে সমবেত হয়ে তাঁদের প্রিয় ক্লাবের সঙ্গে ‘এ টি কে’-র সংযুক্তির বিরুদ্ধে স্লোগান দেন। তাঁদের মূল বক্তব্য, মোহনবাগান ক্লাবের জার্সি গায়ে দিয়ে এক সময় বিখ্যাত ফুটবলাররা খেলেছেন এবং দেশের নাম করা ট্রফি জয় করেছেন। গোষ্ঠ পাল, শৈলেন মান্না, চুনি গোস্বামীর খেলার ঐতিহ্য বহনকারী মোহনবাগান ক্লাব আই লীগ ও অন্যান্য ফুটবল প্রতিযোগিতায় নিজেদের নামেই খেলুক এটাই চায় সমর্থকরা। মোহনবাগান নামের আগে থাকা ‘এ টি কে’ লেখা সরাতে হবে বলে এদিন দাবি করেন ‘আমরা কজন মেরিনার্স’-এর সদস্যরা। তাঁরা আরও বলেন, শুধু পশ্চিমবঙ্গই নয়, দিল্লি, মুম্বাই-সহ দেশ-বিদেশের অন্যান্যস্থানে বসবাসকরী মোহনবাগান সমর্থকরাও চান ‘রিমুভ এ টি কে’।
প্রতিবেদক – অপূর্ব দাস এবং কিশোর মাকর