Breaking News

১৬ ও ১৭ মার্চ বর্ধমানে মৃণাল সেনের জন্মশতবর্ষ উদ্‌যাপন

Mrinal Sen's birth centenary celebrations at Burdwan on March 16 and 17

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- প্রখ্যাত চিত্র পরিচালক মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে তাঁকে শ্রদ্ধা জানাতে বর্ধমানে দু’দিনের বিভিন্ন অনুষ্ঠানের উদ্যোগ নিল মৃণাল সেন জন্মশতবর্ষ উদ্‌যাপন কমিটি। জন্ম শতবর্ষে মৃণাল সেন ও তাঁরা সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানাতে বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে গঠন করা হয়েছে মৃণাল সেন জন্মশতবর্ষ উদ্‌যাপন কমিটি। বুধবার এই কমিটির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের সভাপতি শ্যামল বরণ সাহা, মৃণাল সেন জন্মশতবর্ষ উদ্‌যাপন কমিটির সহ-সভাপতি সুকৃতি ঘোষাল, সম্পাদক বাপ্পাদিত্য খাঁ এবং জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশংকর মণ্ডল। এদিন বাপ্পাদিত্য খাঁ জানিয়েছেন, তাঁরা মৃণাল সেন ও তাঁরা সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ১৬ ও ১৭ মার্চ চলচ্চিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করেছেন। ১৬ ও ১৭ মার্চ বর্ধমানের টাউন হলে দেখানো হবে মৃণাল সেন পরিচালিত ১৯৫৯ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘নীল আকাশের নিচে’। কিছু দিনের জন্য ছবিটিকে ভারত সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল। পরবর্তী সময়ে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ১৬ মার্চ দুপুর ১২ টা, ৩ টে ও সন্ধ্যা ৬ টা এবং ১৭ মার্চ দুপুর ১২ টা ও ৩ টেয় মোট ৫ বার প্রদর্শিত হবে এই চলচ্চিত্র। এই বিষয়ে পড়ুয়াদের আগ্রহ সৃষ্টি করতে ইতিমধ‌্যেই শহর ও শহরতলীর প্রায় ৩০টি স্কুল ও কলেজকে এই নীল আকাশের নিচে ছবি দেখার জন্য আবেদন জানানো হয়েছে। ১৭ মার্চ টাউন হলে সন্ধ্যা ৬ টায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম পর্বে থাকছে ফিরে দেখা ‘মৃণাল সেন’। এই পর্বে থাকছে বর্ধমানের শিল্পীদের নাটক ও নৃত্য। দ্বিতীয় পর্বে পরিচালক, অভিনেতা ও সঙ্গীত শিল্পী অঞ্জন দত্ত মুখোমুখি হবেন দর্শকদের। মৃণাল সেনের শততম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে ‘চালচিত্র এখন’ নামে ছবি বানিয়েছেন অঞ্জন দত্ত। ১৬ মার্চ সন্ধ্যা ৬ টায় বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলে আয়োজন করা হয়েছে “মৃণাল সেনের ছবিতে নতুন ভাষার অনুসন্ধান – ভারতীয় চলচ্চিত্রের নবতরঙ্গ” শীর্ষক আলোচনাসভা। সেখানে বক্তব্য রাখবেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা মৌসুমি ভট্টাচার্য্য। এছাড়াও মৃণাল সেনের বিভিন্ন আলোকচিত্র ও তাঁর চলচ্চিত্রের পোস্টার নিয়ে টাউন হলে দু’দিন ধরে থাকবে প্রদর্শনী। Mrinal Sen's birth centenary celebrations at Burdwan on March 16 and 17

About admin

Check Also

Dilip Ghosh attacked the police with foul language, BJP candidate threatened to take off his pants.

পুলিশকে কদর্য ভাষায় আক্রমণ দিলীপ ঘোষের, প্যান্ট খুলে নেবার হুমকি

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বুধবার সন্ধ‌্যায় বর্ধমান শহরের পারবীরহাটা এলাকায় বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *