Breaking News

মঙ্গলবার থেকে পূর্ব বর্ধমানে মনোনয়ন পত্র জমা দেওয়া শুরু, প্রশাসনিক তৎপরতা তুঙ্গে

Preparation for submission of nomination papers in the district election office. Bardhaman Purba & Bardhaman-Durgapur Lok Sabha constituency. -- Photo by Sanjoy Karmakar, Purba Bardhaman

বিপুন ভট্টাচার্য, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ভোটের ডিউটি কাটাতে দলে দলে ভিড় করছেন তৃণমূল কংগ্রেসের দলীয় অফিসে। আর ভোটের ডিউটি কাটাতে গোছা গোছা আবেদনপত্র নিয়ে রীতিমত হিমসিম খাচ্ছেন দলের নেতারা। উল্লেখ্যভোটের ডিউটি থেকে অব্যাহতি নিতে অন‌্যান্যবারের মত এবারেও লোকসভা নির্বাচনে গোছা গোছা আবেদন জমা পড়েছে জেলা প্রশাসনের কাছে। ইতিমধ্যেই সেই সমস্ত আবেদনগুলি খতিয়ে দেখতে তৈরী হয়েছে বিশেষ মেডিকেল বোর্ডও। Preparation for submission of nomination papers in the district election office. Bardhaman Purba & Bardhaman-Durgapur Lok Sabha constituency. -- Photo by Sanjoy Karmakar, Purba Bardhaman তাঁরাই সবদিক খতিয়ে দেখে রিপোর্ট দিচ্ছেনআর তারপরেই ভোটের ডিউটি থেকে অব্যাহতির বিষয়টি চূড়ান্ত করা হচ্ছে। এদিকেকেবলমাত্র জেলা প্রশাসনের কাছেই নয়ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দলগুলির দপ্তরেও এই আবেদন জমা পড়ছে। প্রতিদিনই গুচ্ছ গুচ্ছ আবেদনপত্র নিয়ে রীতিমত হিমসিম খাচ্ছেন দলীয় নেতারা। জানা গেছেসবথেকে বেশি আবেদন জমা পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেসের দপ্তরে। Preparation for submission of nomination papers in the district election office. Bardhaman Purba & Bardhaman-Durgapur Lok Sabha constituency. -- Photo by Sanjoy Karmakar, Purba Bardhaman দলীয় সূত্রে জানা গেছেইতিমধ্যেই জেলা তৃণমূল কংগ্রেস দপ্তরে জমা পড়া হাজার খানেক আবেদন পত্রের মধ্যে ৪২৯টি আবেদনপত্রকে জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। অন্যদিকেসিপিএম সহ অন্যান্য রাজনৈতিক দলগুলির পক্ষ থেকেও এই আবেদন জমা পড়লেও তার সংখ্যা অত্যন্ত কম। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু জানিয়েছেনপ্রতিদিনই অসংখ্য মানুষ ভোটের ডিউটি কাটাতে আবেদনপত্র নিয়ে ভিড় করছেন। Preparation for submission of nomination papers in the district election office. Bardhaman Purba & Bardhaman-Durgapur Lok Sabha constituency. -- Photo by Sanjoy Karmakar, Purba Bardhaman তাঁদের সরাসরি প্রশাসনিক সংশ্লিষ্ট দপ্তরে জানাতে বলছেন। এদিকেপূর্ব বর্ধমান জেলার দুটি লোকসভা আসনের মনোনয়নপত্র জমা প্রক্রিয়া শুরু হচ্ছে মঙ্গলবার (২ এপ্রিল) থেকে। প্রথম দিনেই বর্ধমান-দুর্গাপুর এবং বর্ধমান পূর্ব লোকসভা আসনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন এসইউসিআই(সি)এর দুই প্রার্থী। এসইউসিআই(সি) সূত্রে জানা গেছেমঙ্গলবার মনোনয়ন পত্র জমা দেবার প্রথম দিনেই বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে মনোনয়নপত্র জমা দেবেন দুর্গাপুরের বাসিন্দা সুচেতা কুন্ডু (ব্যানার্জ্জী)। অন্যদিকেবর্ধমান পূর্ব লোকসভা আসনে প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিচ্ছেন কালনার বাসিন্দা নির্মল মাঝি। Preparation for submission of nomination papers in the district election office. Bardhaman Purba & Bardhaman-Durgapur Lok Sabha constituency. -- Photo by Sanjoy Karmakar, Purba Bardhaman এদিকেমনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে উঠেছে। দুটি কেন্দ্রের মনোনয়নপত্র জমা নেওয়া হবে জেলাশাসকের কনফারেন্স রুমে। মঙ্গলবার থেকেই গোটা কোর্ট চত্বর এবং জেলাশাসকের অফিস চত্বরকে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। থাকছে সিসিটিভি এবং ভিডিও রেকর্ডিংএর ব্যবস্থাও। থাকছে জেলা পুলিশের প্রচুর পুলিশ। Preparation for submission of nomination papers in the district election office. Bardhaman Purba & Bardhaman-Durgapur Lok Sabha constituency. -- Photo by Sanjoy Karmakar, Purba Bardhaman জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেনমনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে যাতে কোনো অশান্তি না হয় সেজন্য সবরকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকেসোমবারও বিজেপির পক্ষ থেকে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে কোনো প্রার্থীই ঘোষণা করা হয়নি। মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়ে গেলেও বিজেপি প্রার্থীর নাম ঘোষণা না হওয়ায় রীতিমত রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। সিপিএমের দলীয় সূত্রে জানা গেছেআগামী ৫ এপ্রিল সিপিএম বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের প্রার্থী আভাষ রায় চৌধুরী এবং বর্ধমান পূর্ব লোকসভা আসনের প্রার্থী ঈশ্বরচন্দ্র দাস মনোনয়নপত্র জমা দেবেন। Preparation for submission of nomination papers in the district election office. Bardhaman Purba & Bardhaman-Durgapur Lok Sabha constituency. -- Photo by Sanjoy Karmakar, Purba Bardhaman রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসও ৫ এপ্রিল বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের প্রার্থী মমতাজ সংঘমিতা এবং বর্ধমান পূর্ব লোকসভা আসনে সুনীল মণ্ডল মনোনয়নপত্র জমা দেবেন। যদিও জেলা কংগ্রেস সূত্রে জানা গেছেচলতি সপ্তাহেই কংগ্রেসের দুই প্রার্থী বর্ধমান দুর্গাপুরের রণজিত মুখোপাধ্যায় এবং বর্ধমান পূর্ব লোকসভা আসনের প্রার্থী সিদ্ধার্থ মজুমদারও মনোনয়নপত্র জমা দেবেন।

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *