Breaking News

ট্রেনের সময়সূচি ঠিক রাখতে একাধিক রেল গেটে যানজট রুখতে তৈরি হচ্ছে রেলওয়ে আন্ডার ব্রিজ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পূর্ব রেলের হাওড়া ডিভিশনের অধীনে একাধিক রেলগেটে যেখানে যানচলাচল অত্যন্ত বেশী, সেই সমস্ত জায়গায় রেলওয়ে আন্ডার ব্রিজ (আন্ডারপাস) তৈরি করা হচ্ছে বলে শনিবার বর্ধমানে এসে জানিয়ে গেলেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। তিনি জানিয়েছেন, লেভেল ক্রসিং গেট অনেক ক্ষেত্রেই সমস্যার কারণ। পূর্ব রেল সেই সমস্ত জায়গায় সিদ্ধান্ত নিয়েছে রেল আন্ডার পাস তৈরি করার। কৌশিকবাবু জানিয়েছেন, ইতোমধ্যেই ২১-২২ টা তৈরি হয়ে গেছে। বর্ধমান স্টেশনের ওপর দীর্ঘদিনের দাবি মেনে ফুট ওভারব্রিজও তৈরি হবে বলে তিনি জানিয়েছেন। তিনি জানিয়েছেন, এই ধরনের আন্ডারপাস তৈরির ক্ষেত্রে রাজ্য সরকারের ওপর জমির জন্য অপেক্ষা করার প্রয়োজন হচ্ছে না। রেল নিজের জায়গাতেই এটা করতে পারছে। এর ফলে রেলের যাত্রাপথেও যেমন বাধা থাকবে না, তেমনি সাধারণ মানুষেরও উপকার হবে। তিনি জানিয়েছেন, মোটামুটি উচ্চতার গাড়ি এই আন্ডারপাস দিয়ে যাতায়াত করতে পারবে এমনভাবেই তৈরি করা হচ্ছে। এদিন বর্ধমানের মেমারি, মশাগ্রামে আরওবি সম্পর্কে কৌশিকবাবু জানিয়েছেন, নিয়মানুযায়ী রেল রেলের পজিশনে কাজ করে। আর জমি পেলেও রেল করে। অ্যাপ্রোচ রোড না হলে হবে না। সেখানে কেউ বসবাস করলে সমস্যা। সব কিছু খতিয়ে দেখেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, এদিন হাওড়া ডিভিশনের এডিআরএম সৌরিশ মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে কৌশিকবাবু বর্ধমানে আসেন সাংবাদিক বৈঠক করতে। রেলের চালকদের জন্য রেল যে রানিং রুমে একাধিক স্টার হোটেলের মত সুবিধা চালু করেছে তা এদিন সাংবাদিকদের দেখানো হয়। উল্লেখ্য, পূর্ব রেল কর্তৃপক্ষ এই রাজ্যের প্রায় ২৬টি স্টেশনে এই ধরনের সুবিধা চালু করেছে। কৌশিকবাবু এদিন জানিয়েছেন, সম্প্রতি কিছু সোশ্যাল মিডিয়া-সহ অন্যান্য জায়গায় বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হচ্ছে। তার জন্যই তাঁরা এটা বলতে চান, হঠাৎ করেই এই সব সুবিধা দেওয়া হচ্ছে না। এটা অনেক আগে থেকেই চালু রয়েছে। তিনি জানিয়েছেন, যে সমস্ত চালকেরা কাজ করছেন তাঁদের সুযোগ সুবিধা দেওয়া, তাঁদের ডিউটির মাঝে শিডিউল রেস্ট হয় এবং চালকদের রেস্টের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। প্রচুর সংখ্যক যাত্রীর সুরক্ষা তাঁদের উপর নির্ভর করে। তাঁদের মনঃসংযোগ খুবই গুরুত্বপূর্ণ। সেইসব কথা মাথায় রেখে চালকদের বিশ্রামের জায়গা আধুনিকমানের করা হয়েছে। সমস্ত রকম সুযোগ সুবিধা রয়েছে। মেডিটেশন রুম। ফিজিক্যাল এক্সারসাইজ করার ব্যবস্থা আছে। ম্যাসাজ চেয়ার। গেম খেলার ব্যবস্থা। সব রুমই এসি। খাওয়ার ব্যবস্থা আছে। এমনকি চালক কাঁচা সামগ্রী এনে দিলে এখানে তা রান্নাও করে দেওয়া হয়। পানীয় জল, ইস্ত্রি, ওয়াশিং মেশিন সমস্ত কিছুর সুবিধা আছে। এছাড়াও ক্রু লবি রয়েছে। সেখানে চালকেরা ডিউটি অন এবং অফ করেন। তাছাড়া ট্রেন চালাবার সময় সতর্কতামূলক নির্দেশ এখানে বুঝিয়ে দেওয়া হয়। তিনি জানিয়েছেন, পূর্ব রেলের ২৬ জায়গায় এই সুবিধা আছে। পশ্চিম বর্ধমানের পান্ডবেশ্বরেও তৈরি হচ্ছে এই ব্যবস্থা।
সম্প্রতি রেল দুর্ঘটনার পর রেলের সুরক্ষা ব্যবস্থার পাশাপাশি চালকদের বিভিন্ন বিষয় নিয়েও প্রশ্ন ওঠে। বিভিন্ন জায়গার আলোচনায় উঠে আসে চালকের শূন্যপদ-সহ সঠিক বিশ্রাম না পাওয়ার বিষয়টিও। আর এরপরই রেল দপ্তর বিষয়টির গুরুত্ব বুঝে মাঠে নামে। রেল দপ্তর ক্তথেকে তুলে ধরা শুরু হয় রেল নিয়ম মেনে শূন্যপদ পূরণ করে চলছে এবং চালকদের বিশ্রাম-সহ স্বাচ্ছন্দেরও ব্যবস্থা করা হয়ে থাকে। শনিবার এই বিষয়টিই সাংবাদিকদের সামনে তুলে ধরতে বর্ধমানে আসেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এবং হাওড়া বিভাগের এডিআরএম (ওপি) সৌরিশ মুখোপাধ্যায়। কৌশিক মিত্র জানিয়েছেন, তাঁরা বেশকিছু দিন ধরে দেখছেন বিভিন্ন জায়গায় মূলত সোশ্যাল মিডিয়ায় প্রচার চলছে যে রেলওয়েতে চালকের প্রচুর শূন্যপদ রয়েছে। এই শূন্যপদ রেল বিভাগ পূরণ করছে না। আর চালকদেরও ঠিকমতো যত্ন নেওয়া হচ্ছে না। সেই বিষয়টা সম্পর্কে সঠিক তথ্য জানাতেই এদিন তাঁরা এসেছেন। কৌশিক মিত্র জানিয়েছেন, সমস্ত কর্মী ৬০ বছর বয়সে অবসর নেন। অন্যান্য বিভাগের মত রেল দপ্তরেও প্রতিমাসেই অনেকেই অবসর নেন। তারমধ্যে অনেকেই চালক এবং গার্ডও থাকেন। শূন্যপদ পূরণ যেমন হয়, তেমনি অবসরও হয়। অবসরের পরে রিক্রুটমেন্টের ক্যালেন্ডার অনুযায়ী শূন্যপদ পূরণ করা হয়। এবছর অগস্ট মাসে পূর্ব রেলে চালকদের রিক্রুটমেন্ট হবে পদোন্নতির ভিত্তিতে। ১২৬০ জনকে পদোন্নতির ভিত্তিতে প্রশিক্ষণ দিয়ে তাঁদের চালক পদে (অ্যাসিসটেন্ট লোকো পাইলট) উত্তীর্ণ করা হবে। এছাড়া সর্বভারতীয়স্তরে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ‘স্বচ্ছভাবে’ সেপ্টেম্বর মাসে সিলেকশন প্রক্রিয়া করা হবে। এক্ষেত্রে সারা ভারতের রেলে প্রায় আঠারো হাজার শূন্যপদ পূরণ করা হবে।

About admin

Check Also

The agitators are again on the road in the case of continuous rape and torture of women in Purba Bardhaman district

গত এক মাসে পূর্ব বর্ধমান জেলায় লাগাতার ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় ফের পথে নামছেন আন্দোলনকারীরা

বিপুন ভট্টাচার্য, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- এক মাসের মধ্যে কেবলমাত্র পূর্ব বর্ধমান জেলাতেই একাধিক ধর্ষণ এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *