Breaking News

২ এপ্রিল থেকে পূর্ব বর্ধমানে মনোনয়নপত্র জমা নেওয়া শুরু, তৈরী প্রশাসন

Meeting of District Level Committee on Accessible Election in connection with Lok Sabha Election 2019

বর্ধমান (পূর্ব বর্ধমান) :-  আগামী ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে পূর্ব বর্ধমান জেলার ২ টি লোকসভা আসনের জন্য মনোনয়ন পত্র দাখিলের কাজ। তার আগে বুধবার পুর্ব বর্ধমান জেলাশাসকের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট মনোনয়নের কাজে নিযুক্ত আধিকারিকপুলিশের প্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হল জেলাশাসকের কনফারেন্স হলে। জেলাশাসক জানিয়েছেননির্বাচন কমিশনের গাইড লাইন মেনেই সবরকমের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রার্থীদের ৩ টির বেশি গাড়ি আনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা বলবত থাকছে। গত পঞ্চায়েত নির্বাচনের সময় বর্ধমান জেলা জুড়ে যেভাবে রাজনৈতিক বাধার সৃষ্টি করা হয়েছিল তা রুখতে মনোনয়নের দিনগুলিতে থাকছে সি সি টি ভিভিডিও ক্যামেরার ব্যবস্থাও। জেলাশাসক জানিয়েছেনমনোনয়নে আসা প্রত্যেকের কাছে পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এদিকে এই বৈঠকের পরই গোটা জেলাশাসকের চত্বর এলাকায় কোথায় কোথায় কিভাবে সিসিটিভি লাগানো হবে তা খতিয়ে দেখতে নামেন পুলিশ কর্তারা। জেলাশাসক জানিয়েছেনমনোনয়নপত্র জমা দেবার ক্ষেত্রে কোথাও যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে সেজন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্যগত পঞ্চায়েত নির্বাচনে বর্ধমান কালেক্টরেট চত্বরে দুই মহকুমা শাসকদের দপ্তর যথাক্রমে বর্ধমান সদর উত্তর ও বর্ধমান সদর দক্ষিণ মহকুমার অধীন ত্রিস্তর পঞ্চায়েতের শাসকবিরোধী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে এলে তাঁদের বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে। এমনকি মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়। লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও সেই ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্যে ইতিমধ্যেই সমস্ত শাসক বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে জেলাশাসকের কাছে আবেদন জানানো হয়েছে। এদিন জেলাশাসক জানিয়েছেনতাঁরা সবরকমের প্রস্তুতি নিয়েছেন।

About admin

Check Also

The court ordered the auction of the bungalow of the district magistrate of Purba Bardhaman

পূর্ব বর্ধমানের জেলা শাসকের বাংলো ক্রোকের নির্দেশ দিল আদালত

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য অধিগৃহীত জমির দাম না মেটানোয় পূর্ব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *