Breaking News

সুপার ডিভিশন ফুটবল লিগে ১৫ মিনিটে শেষ আর এ ইউ সি – শিবাজি সংঘের খেলা

Super Division Football League, RAUC-Shivaji Sangha finished the game in 15 minutes

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শনিবার বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লিগে আরএইউসি-র সঙ্গে খেলা ছিল শিবাজি সংঘের। চ্যাম্পিয়নশিপ নির্ণয়ের ক্ষেত্রে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এ পর্যন্ত ৩ পয়েন্ট নষ্ট করে শিবাজি সংঘ লিগের শীর্ষে রয়েছে। ৫ পয়েন্ট নষ্ট করে ঠিক তার পিছনে রয়েছে কল্যাণ স্মৃতি সংঘ। চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার আর এ ইউ সি (রাশবিহারী অ্যাথলেটিক ইউনাইটেড ক্লাব) ৬ পয়েন্ট নষ্ট করে তৃতীয় স্থানে রয়েছে। ম্যাচটি দেখতে রাধারাণি স্টেডিয়ামে ভালো সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। কিন্তু, দর্শকদের নিরাশ হতে হয়। ১৫ মিনিটের মধ্যে খেলা শেষ হয়ে যায়। সেই সময় শিবাজি সংঘ ১-০ গোলে এগিয়েছিল। যদিও মাঠে গণ্ডগোল বা প্রাকৃতিক দুর্যোগের কারণে নয়, আর এ ইউ সি-র খেলোয়াড় সংখ্যা ৬ জন হয়ে যাওয়ায় খেলায় ইতি টেনে দেন রেফারি। ৭ জন খেলোয়াড় নিয়ে দল নামিয়েছিল আর এ ইউ সি। গোল খাওয়ার অল্প সময়ের পরই চোট পেয়ে অসুস্থ হয়ে বসে যান এক খেলোয়াড়। ফিফার নিয়ম অনুযায়ী, মাঠে অন্ততঃ ৭ জন খেলোয়াড় থাকা বাধ্যতামূলক। খেলোয়াড় সংখ্যা ৬ জন হয়ে পড়ায় খেলার শেষ বাঁশি বাজিয়ে দেন রেফারি।
আপাত দৃষ্টিতে বিষয়টি সাদা-মাটা দেখালেও এনিয়ে গুঞ্জন ছড়ায় গ্যালারিতে। দর্শকদের একাংশ এর পিছনে ‘অন্য গন্ধ’ পাচ্ছেন। চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকা একটি দল গুরুত্বপূর্ণ খেলায় পুরো দল মাঠে নামাতে না পারার পিছনে রহস্য রয়েছে বলে মনে করছেন তারা। এদিনের জয়ের ফলে চ্যাম্পিয়নশিপের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল শিবাজি সংঘ। তাদের পুলিস, সি ওয়াই এস এবং রতন স্মৃতি সংঘের সঙ্গে খেলা বাকি রয়েছে। আর এ ইউ সি-র বাকি রয়েছে অগ্রদূত, মিলনী ও নিবেদিতা সংঘের সঙ্গে খেলা। কল্যাণের বাকি রয়েছে পুলিস, অগ্রদূত ও সি ওয়াই এস-এর সঙ্গে খেলা। কল্যাণকে চ্যাম্পিয়ন হতে গেলে ৩টি ম্যাচ জিতলেই হবেনা, পয়েন্ট হারাতে হবে শিবাজি সংঘকে। যদিও ৭ জনের দল নামানোর পিছনে কোনও রহস্য নেই বলে দাবি আর এ ইউ সি-র কোচ সাগর পাত্রের। তিনি বলেন, দলের বেশিরভাগ খেলোয়াড় কলকাতা লিগে খেলে। তাদের একই দিনে খেলা পড়ে যাওয়ায় দল নামানো যায়নি। তাছাড়া, ৬ পয়েন্ট হারিয়ে আমাদের দল চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গিয়েছে। জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সচিব দেবাশিস কোনার বলেন, এটা হতেই পারে। রেফারির রিপোর্ট দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। দর্শকদের কথায় তো আর গড়াপেটা প্রমাণ হয়না।

About admin

Check Also

A young woman was raped while going out to eat pizza with a friend. Five were arrested in the incident.

বন্ধুর সঙ্গে পিৎজা খেতে বের হয়ে ধর্ষণের শিকার যুবতী, গ্রেপ্তার ৫

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বন্ধুর সঙ্গে পিৎজা খেতে বের হয়ে ধর্ষণের শিকার হলেন এক যুবতী। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *