বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পুলিশের কাছে লাগাতার আবেদন করেও মেলেনি তাঁর সভা করার অনুমতি। তাই আগামী ২ জানুয়ারী হাইকোর্টে মামলা করতে চলেছেন তিনি। বৃহস্পতিবার বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপি পার্টি অফিসে সাংবাদিক বৈঠকে একথা জানিয়ে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, বৃহস্পতিবারই বর্ধমানের ভাতার থানার কলিগ্রামে শুভেন্দু অধিকারীকে নিয়ে বিজেপি রাজনৈতিক সভা করার উদ্যোগ নিয়েছিল। প্রথম দিকে কলিগ্রামে সেই সভা করার জন্য প্রস্তুতি শুরু করে দিলেও আইনশৃঙ্খলার অজুহাত দেখিয়ে ওই সভার অনুমতি দেয়নি পুলিশ। কলিগ্রাম থেকে এরপর সভার স্থান সরিয়ে নিয়ে বর্ধমানের দেওয়ানদিঘী এলাকায় করার উদ্যোগ নেয় জেলা বিজেপি। কিন্তু সেখানেও মেলেনি অনুমতি। ফলে শেষ পর্যন্ত বাতিলই করা হয় শুভেন্দু অধিকারীর সভা। আর বৃহস্পতিবার বর্ধমানে বিজেপি পার্টি অফিসে বসে শুভেন্দু অধিকারী হুংকার দিলেন ১০ দফার আবেদনেও মেলেনি পুলিশের অনুমতি। ৫ দফায় লিখিত আবেদন করা হয়। ৭ ডিসেম্বর থেকে দফায় দফায় আবেদন করা হয় তাতেও পাওয়া যায়নি পুলিশের অনুমতি। এরপরই তিনি জানান, সভা করতে না দেওয়ার জন্য ২ জানুয়ারী হাইকোর্ট খোলার পরই হাইকোর্টে যাচ্ছেন তিনি। একইসঙ্গে তিনি হুংকার দেন, আগামী ৮ জানুয়ারী বর্ধমানের গ্রামীণ এলাকায় ২৫ হাজার লোকের উপস্থিতিতে সভা করবেন তিনি। তিনি এদিন অভিযোগ করেছেন, সিপিএমকে সভা করার অনুমতি দেওয়া হচ্ছে। অথচ বিজেপিকে দেওয়া হচ্ছে না। পুলিশ সিপিএমকে সাহায্য করছে সভা করার জন্য বলেও তিনি এদিন অভিযোগ করেছেন। এরই পাশাপাশি তিনি জানিয়েছেন, উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জেও তাঁদের সভার অনুমতি দেওয়া হয়নি। এদিন শুভেন্দু অধিকারী ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, রাণাঘাটে দেখা হবে ভাইপোর সঙ্গে। তবে সেখানে কি হবে তা নিয়ে তিনি কিছু বলেননি। আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে ৩জনের মৃত্যুর ঘটনা সম্পর্কে এদিন শুভেন্দু অধিকারী প্রতিক্রিয়া দিতে গিয়ে জানিয়েছেন, গোটাটাই আসানসোল পুলিশের তৈরী করা। অপরদিকে, ডিসেম্বর মাসেই তাঁর দেওয়া ১২, ১৪ ২১ তারিখ নিয়ে ইতিমধ্যেই যে সমালোচনা শুরু হয়েছে সে সম্পর্কে শুভেন্দু এদিন ব্যাখ্যা দিয়ে জানান, ১২ ডিসেম্বর সুপ্রীম কোর্টে কয়লা পাচার সংক্রান্ত মামলা ছিল, ১৪ ডিসেম্বর ছিল ডিএ মামলার শুনানি এবং ২১ তারিখ ছিল সাদা ওয়েমার সিট ফাঁসের বিষয় যা ২২ তারিখ হয়েছে। উল্লেখ্য, এদিন বিজেপির পক্ষ থেকে বর্ধমান সদর উত্তর মহকুমা শাসকের একটি চিঠি উল্লেখ করে জানানো হয়েছে, আইন শৃঙ্খলার অজুহাত দিয়েই শুভেন্দু অধিকারীর সভাকে বাতিল করা হয়েছে। বিজেপির অভিযোগ, আসলে তৃণমূল শুভেন্দু অধিকারীকে ভয় পাচ্ছে। তাই যেনতেন প্রকারে তাঁর সভা বাতিল করার চেষ্টা করছে।
Tags BJP Leader MLA Suvendu Adhikari BJP Leader Suvendu Adhikari MLA Suvendu Adhikari Suvendu Adhikari
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …