বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সরকারী নির্দেশ অনুসারে ১৫ জুন থেকে বর্ষাকালীন মরশুমে বালি তোলা নিষিদ্ধ । দামোদর বা অজয় নদ থেকে যে বালি তোলার কাজ চলে এবং সরকারী অনুমতিপ্রাপ্ত যে সব বালি খাদ রয়েছে সেগুলি সম্পর্কে আরো স্পষ্ট বার্তা দিতে বালিখাদ মালিক সহ আধিকারিকদের নিয়ে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ বৈঠক। হাজির ছিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, জেলা পুলিশ সুপার ভাষ্কর মুখার্জী সহ অন্যান্য আধিকারিকরাও । ইতিমধ্যেই জেলাজুড়ে পুলিশের অভিযান চলছে বালি পাচার রুখতে। তবুও অনেকসময় প্রশাসনের নজর এড়িয়ে রাজস্ব ফাঁকি দিয়ে নির্দেশ অমান্য করেই চলছে বালি পাচার। সতর্ক করা হয়েছে বালি খাদ মালিকদেরও। সরকারী নির্দেশ অমান্য করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে সাফ জানিয়েছেন প্রশাসনিক কর্তারা। বেআইনী বালি খাদান বন্ধেও কড়া ভূমিকা নিচ্ছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন।
Tags Bardhaman Burdwan East Bardhaman East Burdwan illegal sand mining Purba Bardhaman sand sand mining পূর্ব বর্ধমান বর্ধমান বালি
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …