জামালপুর (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমানের জামালপুর থানার মেমারী – তারকেশ্বর রাস্তা সম্প্রসারণের জন্য কোটি টাকার গাছ কেটে নেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, বেশ কিছুদিন মেমারী থেকে তারকেশ্বর রুটের রাস্তাটি সম্প্রসারণের ক্ষেত্রে জটিলতার কারণে কাজ বন্ধ ছিল। সম্প্রতি ফের রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। আর এই রাস্তা সম্প্রসারণের জন্যই রাস্তার দুপাশে থাকা গাছ ছাড়াও সেচ ক্যানেলের গাছও কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ। সাকুল্যে প্রায় কোটি টাকার গাছ কাটা হয়েছে বলে অভিযোগ। এব্যাপারে জামালপুরের বিডিও সুব্রত মল্লিক জানিয়েছেন, গাছ কাটার ব্যাপারে তাঁর কাছে অভিযোগ এসেছে। সেচ ক্যানেলের ধার থেকে কেন গাছ কাটা হল সে বিষয়ে তদন্ত হবে। একইসঙ্গে রাস্তার দুপাশে গাছ কাটা নিয়েও তদন্ত হবে। তিনি জানিয়েছেন, রাস্তা সম্প্রসারণের বিষয়ে তাঁকে জানানো হয়েছিল। এমনকি সেজন্য গাছ কাটার আবেদনও বন দপ্তর সহ তাঁকে জানানো হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত সরকারী কোষাগারে মাত্র ৩০ লক্ষ টাকা জমা পড়েছে বলে তিনি জেনেছেন। বাকি টাকা কেন জমা পড়ল না তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি তিনি জানিয়েছেন, রাস্তা সম্প্রসারণের জন্য সিডিউল চাওয়া হলেও এখনও তিনি তা পাননি। এদিকে, গাছ কাটা নিয়ে এই দুর্নীতির বিষয় নিয়ে এলাকার মানুষও সোচ্চার হয়েছেন। গোটা ঘটনার পিছনে তৃণমূল নেতাদের মদত রয়েছে বলেও এলাকাবাসীর অভিযোগ।
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …