Breaking News

বন্ধের মুখে রাজ্যের মধ্যে প্রথম চালু হওয়া ১০ টাকায় মধ্যাহ্নভোজন প্রকল্প

File Photo - Annapurna Foundation, Burdwan

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ভিন রাজ্যের অনুকরণে বর্ধমান শহরের নিম্ন আয়ের মানুষের মুখে দুপুরের আহার তথা নিরামিষ ভাত, তরকারী তুলে দিতে যে প্রকল্প শুরু হয়েছিল রাজ্যের মধ্যে প্রথম হিসাবে – আর্থিক সংকটের মুখে এখন সেই প্রকল্প বন্ধ হয়ে যাবার সম্ভাবনা দেখা দিল। ২০১৫ সালের মে দিবসের দিন তত্কালীন জেলাশাসক ড.সৌমিত্র মোহনের উদ্যোগে তৈরী হয় অন্নপূর্ণা ফাউণ্ডেশনের নামে এই প্রকল্প। File Photo - Annapurna Foundation, Burdwan পাঞ্জাবের লুধিয়ানায় মাত্র ১ টাকার বিনিময়ে এই ধরণের একটি প্রকল্পকে মাথায় রেখেই বর্ধমানে এই প্রকল্প রূপায়ণের উদ্যোগ নেন তত্কালীন জেলাশাসক। প্রকল্পকে বাস্তবায়িত করতে বর্ধমান পুরসভা তিনকোণিয়া বাসস্ট্যাণ্ড এলাকায় থাকা যাত্রী নিবাসের একাংশকেও এই কাজে ব্যবহার করার জন্য দেয়। প্রকল্পকে বাস্তবায়িত করতে বর্ধমা্ন শহরের বিশিষ্ট ব্যবসায়ী মহল সহ প্রশাসনিক কর্তাদের নিয়ে তৈরী হয় একটি কমিটিও। File Photo - Annapurna Foundation, Burdwan শুরু হয় ১০ টাকায় দুপুরের নিরামিশ মিল। ভাত, ডাল, সব্জি, ছানার তরকারী, চাটনি থেকে পায়েস, মরশুমী ফসলের তরকারী সবই মিলত এই টাকায়। বিয়ে কিংবা অন্নপ্রাশনে যাঁরা স্বেচ্ছায় সাধারণ মানুষকেখাওয়াতে চান তাঁদের কাছে আবেদন রাখা হয় এখানেই তা করার জন্য। প্রথম প্রথম অনেকেই এই প্রস্তাবে এগিয়ে আসেন। ব্যাপক সাড়াও মেলে। File Photo - Annapurna Foundation, Burdwan গড়ে প্রতিদিন ১০০০-১২০০ জন এই দুপুরের খাবারে অংশ নিত। সকাল সাড়ে নটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত দেওয়া হত কুপন। কিন্তু আস্তে আস্তে আর্থিক সহযোগিতার অভাবে ধুঁকতে শুরু করে এই প্রকল্প। যদিও প্রাথমিক তথ্যে উঠে আসে যাঁরা রিক্সাচালক, যাঁরা দিনমজুরের, মুটে মজুরের কাজ করেন তাঁরা ছাড়াও বাইরে থেকে যাঁরা বর্ধমানে বিভিন্ন কাজে আসেন তাঁরাও এখানে নিয়মিত খাবার খেতেন। File Photo - Annapurna Foundation, Burdwan সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠা এই প্রকল্প এখন আর্থিক সংকটে ভুগতে শুরু করেছে। এই প্রকল্পের কর্মী মানিক বিদ জানিয়েছেন, এখন মাত্র ১০০ জনকে খাওয়ানো হচ্ছে। কিন্তু সেভাবে সাহায্য মিলছে না। বর্ধমান পুরসভার প্রাক্তন কাউন্সিলার তথা এই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সদস্য খোকন দাস জানিয়েছেন,আর্থিক সাহায্য পাওয়া যাচ্ছে না। File Photo - Annapurna Foundation, Burdwan কতদিন আর লক্ষ লক্ষ টাকা লোকসানে এই প্রকল্প চালানো যায়। তাই তাঁরা আগামী সপ্তাহেই একটি বৈঠক ডেকেছেন সমস্ত সদস্যদের নিয়ে। সেখানেই এর ভবিষ্যত সম্পর্কে আলোচনা হবে। তবে এভাবে লোকসানে আর চালানো সম্ভব নয়। অন্যদিকে, প্রাক্তন জেলাশাসক তথা এই প্রকল্পের রূপকার ডা. সৌমিত্র মোহন জানিয়েছেন, যেহেতু তিনি আর বর্ধমানের দায়িত্বে নেই – তাই ঠিক কি ঘটছে সে ব্যাপারে তিনি কিছু জানেন না। File Photo - Annapurna Foundation, Burdwan তবে যাঁরা পরিচালনা করছেন তাঁরাই বলতে পারবেন প্রকল্পের ভবিষ্যত। কার্যত রাজ্যের মধ্যে প্রথম বর্ধমান শহরে চালু হওয়া সাধারণ এবং বিশেষ করে নিম্ন আয়ের মানুষের দুপুরে পেটভর্তি মিলের ব্যবস্থা করতে চালুও হওয়া ১০ টাকায় মিল প্রকল্প মুখ থুবড়ে পড়ল তীব্র আর্থিক সংকটে। এই ঘটনায় রীতিমত হতাশ অসংখ্য মানুষ – যাঁরা এই প্রকল্প থেকে প্রায় নিয়মিতই সুবিধা পেয়েছেন।

File Photo - Annapurna Foundation, Burdwan

File Photo - Annapurna Foundation, Burdwan

File Photo - Annapurna Foundation, Burdwan

ফটো :- উদ্বোধনের দিনের ফাইল ফটো।

About admin

Check Also

Dilip Ghosh attacked the police with foul language, BJP candidate threatened to take off his pants.

পুলিশকে কদর্য ভাষায় আক্রমণ দিলীপ ঘোষের, প্যান্ট খুলে নেবার হুমকি

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বুধবার সন্ধ‌্যায় বর্ধমান শহরের পারবীরহাটা এলাকায় বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *