Breaking News

অফিসে বিডিও-র আইবুড়ো ভাত, রিপোর্ট চাইলেন জেলাশাসক

Controversy has arisen over the pre-wedding lunch to the BDO of Burdwan 1 Block in the office premises.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান ১ ব্লকের বিডিও-কে অফিস চত্বরেই আইবুড়ো ভাত খাওয়ানোর ঘটনা নিয়ে হৈচৈ হতেই জেলাশাসক কে রাধিকা আইয়ার ঘটনার বিস্তারিত জানতে চাইলেন। বুধবার বর্ধমান ১ ব্লক অফিস চত্বরের একটি ঘরে বিডিও রজনীশ কুমার যাদবকে আইবুড়ো ভাত খাওয়ানোর আয়োজন করে পঞ্চায়েত সমিতির সদস্যরা। তৃণমূল নেতা ও কর্মাধ্যক্ষদের উপস্থিতিতে অফিস চত্বরেই বিডিও-র আইবুড়ো ভাতের অনুষ্ঠান এবং তৃণমূলের ব্লক সভাপতিকে পা ছুঁয়ে প্রণাম বিতর্ক তৈরি হতেই ঘটনার বিবরণ জানতে চেয়ে বিডিও-কে চিঠি দিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক। Controversy has arisen over the pre-wedding lunch to the BDO of Burdwan 1 Block in the office premises. জেলাপ্রশাসন সূত্রে জানা গেছে, সেদিন কী ঘটনা ঘটেছিল? কাদের উপস্থিতিতে কোথায় সেই অনুষ্ঠান করা হয়েছিলো তা জানতে চাওয়া হয়েছে জেলাশাসকের তরফে। বিডিও-র তরফে উত্তর আসার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। যদিও ঘটনার বিবরণ জানতে চেয়ে জেলাশাসকের তরফে পাঠানো চিঠি প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি বর্ধমান ১ ব্লকের বিডিও রজনীশ কুমার যাদব। উল্লেখ্য, অফিস চত্বরে বিডিও-র আইবুড়ো ভাত খাওয়ার এই ছবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার এক্স-হ্যান্ডেলে পোস্ট করে শাসকদল ও প্রশাসনের আঁতাত নিয়ে কটাক্ষও করেন। সেই ছবিই ক্রমশ ভাইরাল হয়ে যায়। Controversy has arisen over the pre-wedding lunch to the BDO of Burdwan 1 Block in the office premises.

About admin

Check Also

1 kg hilsa caught in fisherman's net from Damodar river, sold for 2100 rupees

দামোদরে জালে উঠলো ১ কেজি ওজনের ইলিশ, বিক্রি হল ২১০০ টাকায়

জামালপুর (পূর্ব বর্ধমান) :- শুক্রবার দুপুরে পূর্ব বর্ধমানের দামোদর নদে পাওয়া গেল ইলিশ মাছ। যাকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *