Breaking News

বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন জেলাশাসক

The new district magistrate went to the flood affected areas

জামালপুর (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক হিসাবে যোগদান করেই বন্যা কবলিত জামালপুরে ছুটলেন জেলাশাসক আয়েশা রাণী। মঙ্গলবার জেলাশাসক জামালপুর ব্লকের বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা জারোগ্রাম অঞ্চলের সাজামানতলায় যান। বন্যায় এই অঞ্চল বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিন তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) প্রসেনজিৎ দাস, বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, বিধায়ক অলোক কুমার মাঝি, বিডিও পার্থ সারথী দে, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ-সভাপতি ভূতনাথ মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, ব্লক কৃষি আধিকারিক সঞ্জিবুল ইসলাম, প্রধান নূরজাহান বিবি, পঞ্চায়েত সমিতির সদস্য আলাউদ্দিন শেখ-সহ অন্যান্যরা। জেলাশাসক ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলে তাঁদের সুবিধা-অসুবিধা জানেন। তিনি তাঁদের হাতে ত্রিপল, শুকনো খাবার ও শাড়ি, ধুতি, বাচ্চাদের পোশাক, লুঙ্গি, পাজামা-পাঞ্জাবী তুলে দেন। জেলা শাসক জানিয়েছেন, তিনি যোগদান করার পর জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্লক জামালপুরের বর্তমান পরিস্থিতি নিজে এসে খতিয়ে দেখলেন। যাঁদের প্রয়োজন তাঁদের ত্রিপল-সহ শুকনো খাবার ও পোশাক তুলে দেওয়া হয়েছে। The new district magistrate went to the flood affected areas

About admin

Check Also

1 kg hilsa caught in fisherman's net from Damodar river, sold for 2100 rupees

দামোদরে জালে উঠলো ১ কেজি ওজনের ইলিশ, বিক্রি হল ২১০০ টাকায়

জামালপুর (পূর্ব বর্ধমান) :- শুক্রবার দুপুরে পূর্ব বর্ধমানের দামোদর নদে পাওয়া গেল ইলিশ মাছ। যাকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *