জামালপুর (পূর্ব বর্ধমান) :- জাতীয় সড়কের ধারে নির্মম অত্যাচার ও পাচারের অভিযোগ তুলে গরুবোঝাই কন্টেনার আটক করাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো। কন্টেনার থেকে অপর গাড়িতে গরুগুলিকে চাপানোর সময় বিষয়টি নজরে আসতেই বাধা দেন স্থানীয়রা। আর তারপরেই ঘটনাস্থল থেকে অভিযুক্তরা চম্পট দেয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার আঝাপুরে। স্থানীয় বাসিন্দা আশুতোষ মুখার্জী ও শ্রীধর ঘোষ অভিযোগ করেছেন, তাঁরা লক্ষ্য করছেন সপ্তাহখানেক ধরে গরু পাচার করা হচ্ছে। কন্টেনার করে গরু পাচার করা চলছে। জাতীয় সড়কের আঝাপুরে গাড়ি পরিবর্তন করে গরুগুলিকে অন্য গাড়িতে চাপিয়ে তা কলকাতার দিকে চলে যাচ্ছে কয়েকদিন ধরেই। তাঁরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তাঁরা দেখছেন ১৯ নং জাতীয় সড়কের দুর্গাপুর লেন ধরে উত্তরপ্রদেশ থেকে আসা কন্টেনার থেকে গরু নামিয়ে অন্য লরিতে চাপানো হয়। গরু বোঝাই করার পর সেই গরু বোঝাই লরি কলকাতা অভিমুখে চলে যাচ্ছে। এই ভাবেই সপ্তাহ খানেক ধরে চলছে। বুধবারও একই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা গরু বোঝাই কন্টেনার এলে তা আটকে দেন। স্থানীয়রা জানান, নির্মম ভাবে গরুগুলি গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। কন্টেনার থেকে গরু অন্য লরিতে চাপানোর বিষয়টি দেখেই তাঁরা তাতে বাধা দেন। তা নিয়ে উত্তেজনা ছড়ায়। এই সময় গ্রামবাসীদের কাছ থেকে বাধা পেয়ে পালিয়ে যায় গরু পাচারকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জামালপুর থানার পুলিশ। পুলিশ গরু বোঝাই লরি আটক করে তদন্ত শুরু করেছে।
Tags Cattle Cattle smuggling cow cow smuggling smuggling
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …