Breaking News

ব্রিগেডে জনগর্জন সভার সমর্থনে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে সামনে রেখে বর্ধমানে তৃণমূল কংগ্রেসের মিছিল

The Trinamool Congress marched in Burdwan town in support of Jana Garjana Sabha in Brigade and in support of the Lakshmir Bhandar scheme.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ১০ মার্চ ব্রিগেডে হতে চলা জনগর্জন সভার সমর্থনে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে সামনে রেখে শনিবার বর্ধমান শহরে মহামিছিল করল তৃণমূল কংগ্রেস। এদিন বর্ধমানের টাউন হল থেকে রাজবাড়ি পর্যন্ত এই মিছিলে পা মেলান বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস-সহ বর্ধমান পৌরসভার কাউন্সিলাররাও। এদিন বর্ধমান পৌরসভার ৪নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সেখ নুরুল আলম ওরফে সাহেব জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা, বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সুবিধা দিয়েছেন তারজন্য এদিন মহিলারা মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতেই এই মিছিল করেছেন। তিনি জানিয়েছেন, আগামী লোকসভা ভোটের মুখে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পই বিরোধীদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। এর পাশাপাশি আগামী ১০ মার্চ ব্রিগেডে জনগর্জন সভায় অংশগ্রহণের জন্য মিছিল থেকে আবেদন জানানো হয়েছে। The Trinamool Congress marched in Burdwan town in support of Jana Garjana Sabha in Brigade and in support of the Lakshmir Bhandar scheme.

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *