বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সরকারীভাবে শুক্রবার পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে পালিত হবে আদিবাসী দিবস। তার আগে বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চের সামনে উদযাপিত হল বিশ্ব আদিবাসী দিবস। উদ্বোধন করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক প্রমুখরা। এদিন স্বপন দেবনাথ বলেন, এর আগে কখনও কোনো সরকার আদিবাসী দিবস পালন করার কথা ভাবেনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ই প্রথম সমাজের পিছিয়ে পড়া এই আদিবাসী মানুষদের জন্য ভেবেছেন। তাঁদের সংস্কৃতিকে তুলে ধরার জন্য একাধিক পরিকল্পনা নিয়েছেন। সম্প্রতি বিধানসভায় বিল পাশ করা হয়েছে যেখানে আদিবাসীদের জমি, জঙ্গলের অধিকারকে অধিকার হিসাবে দেওয়া হয়েছে। তাদের জমি বেহাত আটকাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন সভাধিপতি জানিয়েছেন, শুক্রবার আউশগ্রাম ২নং ব্লকের বনপাশ গ্রাম পঞ্চায়েতের বনপাশ ও মোহনপুর এলাকায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করতে আসছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে থাকার কথা রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ সহ পঞ্চায়েত দপ্তরের সচীব অজিত রঞ্জন বর্ধন, ১০০দিনের প্রকল্পের সচীব দিব্যেন্দু সরকার প্রমুখরাও। তিনি জানিয়েছেন, সরকারীভাবে বিশ্ব আদিবাসী দিবসের জেলাওয়াড়ি মূল অনুষ্ঠানটি হবে আউশগ্রামেই।
Tags Adibasi Dibas Adibasi Diwas Bardhaman Burdwan East Bardhaman East Burdwan indigenous Indigenous Peoples International Day of the World's Indigenous Peoples Purba Bardhaman tmc Trinamool Congress World's Indigenous Day World's Indigenous Peoples আদিবাসী আদিবাসী দিবস খবর পূর্ব বর্ধমান বর্ধমান বাংলা বাংলা খবর বিশ্ব আদিবাসী দিবস সংবাদ
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …