Breaking News

বিজেপির পার্টি অফিসের সামনে বাইকে আগুন

Two bikes caught fire in front of the BJP Burdwan District office

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- লোকসভা নির্বাচনের রাজনৈতিক উত্তাপ বাড়তে না বাড়তেই বর্ধমান জেলা বিজেপি পার্টি অফিসের সামনে থাকা বিজেপি নেতাদের দুটি বাইক পুড়িয়ে দেবার ঘটনায় শুরু হল ব্যাপক চাপান উতোর। বিজেপির পক্ষ থেকে এই ঘটনায় শাসকদলের বিরুদ্ধে অভিযোগের তীর ছোঁড়া হলেও পাল্টা শাসকদলের নেতারা জানিয়েছেনএই ঘটনায় তৃণমূল নয়দায়ী বিজেপিরই গোষ্ঠী কোন্দল। মঙ্গলবার দুপুরে প্রায় ১টা নাগাদ আচমকাই বিজেপি জেলা পার্টি অফিসের সামনে থাকা দুটি মোটরবাইকে আগুন লাগে। বিজেপির স্বচ্ছ ভারত মিশনের আহ্বায়ক দীনবন্ধু হাজরা এবং বাপ্পাদিত্য ঘোষের দুটি বাইক পুড়ে ছাই হয়ে যায়। দীনবন্ধুবাবু জানিয়েছেনতাঁরা সকলেই পার্টি অফিসের ভেতরে বসে মিটিং করছিলেন। পার্টি অফিসে সেই সময় ছিলেন বিজেপির জেলা সভাপতি সন্দীপ নন্দী সহ অন্যান্য কর্মকর্তারাও। হঠাতই তাঁরা আগুন লাগার খবর শুনতে পান পথচলতি মানুষের কাছ থেকে। দৌড়ে পার্টি অফিসের বাইরে এসে দেখেন দুটি বাইক দাউ দাউ করে জ্বলছে। দীনবন্ধুবাবু অভিযোগ করেছেনএই ঘটনার পিছনে দায়ী শাসকদল। Two bikes caught fire in front of the BJP Burdwan District office তারাই বিজেপিকে ভীত সন্ত্রস্ত করার চেষ্টা করেছেন। এদিন তিনি সবসময়ের জন্য বিজেপি পার্টি অফিসের সামনে পুলিশ মোতায়েন করারও দাবী করেন। যদিও এই ঘটনার পিছনে কারা দায়ী সে ব্যাপারে কিছু বলতে চাননি বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপ্পাদিত্য ঘোষ। তিনি জানিয়েছেনতাঁরা পার্টি অফিসের ভিতরে ছিলেনকে বা কারা আগুন লাগিয়েছে তাঁরা জানেন না। তিনি জানিয়েছেনএব্যাপারে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে বর্ধমান থানার পুলিশ। যদিও এ ব্যাপারে তৃণমূল কংগ্রেসের বর্ধমান জেলা সাধারণ সম্পাদক খোকন দাস জানিয়েছেনএই ঘটনায় বিজেপির অন্তর্দ্বন্দ্বেরই ফল। এর সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নন। তিনি জানিয়েছেনতৃণমূলসিপিএম থেকে যাদের তাড়িয়ে দেওয়া হয়েছে তারাই এখন বিজেপিতে গিয়ে ভীড় করেছে। আর তা নিয়েই বিজেপির পুরনো কর্মীদের মধ্যে শুরু হয়েছে বিরোধ। তাঁরা এসব মানতে পারছেন না। আর তাই এই ঘটনা ঘটিয়েছে। তিনি জানিয়েছেনকয়েকদিন আগে বিজেপির গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় জিটিরোড পর্যন্ত এসে পড়েছিল। খোকন দাস জানিয়েছেনতৃণমূল কংগ্রেসের কোনো কর্মীই এই কাজে যুক্ত নয়। Two bikes caught fire in front of the BJP Burdwan District office

About admin

Check Also

Doctor Birupaksha Biswas was transferred to Kakdwip a year ago, did not go

এক বছর আগেই কাকদ্বীপে বদলি করা হয় চিকিৎসক বিরূপাক্ষকে, যাননি; ক্যান্টিন মালিক আইনের পথে

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে এক বছর আগেই স্বাস্থ্য দপ্তর বদলির নির্দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *