Breaking News

দিলীপ ঘোষ গ্রামে ঢুকলে মহিলারা হাতে ত্রিশূল, বর্শা, গদা নিয়ে তৈরি থাকবেন – কীর্তি আজাদ

When Dilip Ghosh enters a village, women will be ready with tridents, spears, maces in their hands - Kirti Azad

ভাতার (পূর্ব বর্ধমান) :- বিজেপি, আরএসএস নারীশক্তিকে অপমান করছে। মহিষাসুর দিলীপ ঘোষ। যেভাবে নারীশক্তিকে, নারীদের উনি অপমান করেছেন তার জবাব নারীরাই দেবেন। সোমবার পূর্ব বর্ধমানের ভাতারের নাসিগ্রামে কর্মীসভা করতে গিয়ে বর্ধমান-দুর্গাপুর আসনের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ দিলীপ ঘোষ সম্পর্কে রীতিমতো উজ্জীবিত করে গেলেন মহিলাদের। তিনি বলেন, ওনার ভরসা নেই, দিলীপ ঘোষ যখন গ্রামে আসবেন, কোন নারীকে কী বলবেন, কোন মহিলাকে কী বলবেন, অপমান করতে পারেন। ওনার থেকে সাবধানে থাকবেন। হাতে ত্রিশূল, বর্শা, গদা নিয়ে মা চণ্ডী, মা কালীর রূপ ধরবেন। এরকম মহিষাসুরকে ঢুকতে দেবেন না। কীর্তি আজাদ এদিন ভাতারের ফায়ার ব্রিগেড থেকে শোভাযাত্রা করেন। পরে বড়বেলুনে বড়মা মন্দিরে পুজো দেন। এরপর নাসিগ্রামে এসে সেখানে কর্মীসভা করেন। এরপর খেড়ুরে খেপীমায়ের পুজো দিয়ে ফের মিছিল করেন। পরে কুবাজপুর এবং আমারুনেও কর্মী বৈঠক করেন। When Dilip Ghosh enters a village, women will be ready with tridents, spears, maces in their hands - Kirti Azad এদিন নাসিগ্রামের কর্মীবৈঠক করতে গিয়ে কীর্তি আজাদ দিলীপ ঘোষকে লক্ষ্য করে বলেন, আমি ওনাকে চ্যালেঞ্জ করছি। উনি হিন্দু সাজেন। আমি মৈথিলী ব্রাহ্মণ। তর্ক করতে হলে সামনাসামনি আসুন। আমার পিছনে কী লাগছেন?’ কীর্তি বলেন, গুন্ডা হ্যায়? বিজেপির লোক তো গুন্ডা, আপনি ওনার কাছ থেকে কি আশা রাখেন? এরা মায়ের সম্মান করে না, এরা কারোর সম্মান করে না। আর আমার কাছে এই ব্যাপারে কথা বলার মত সময় নেই, ফালতু লোক। যে ভদ্র লোকেদের জন্য বাংলা পরিচিত, এ অভদ্র লোক, এ বাংলার নাম খারাপ করে। এদিন দিলীপ ঘোষের উক্তি নিয়ে যতবারই প্রশ্ন করা হয়েছে রীতিমতো বিরক্ত হয়ে উঠেছেন কীর্তি আজাদ। তিনি বলেন, আমার একে নিয়ে কোন কথাই বলার নেই। আমার মুখ ওর মত নোংরা নয়। আমি ভালো করে কথা বলি, অন্যের সমালোচনা যদি করার সেটাও করি। এ মহিষাসুর, বধ এখানকার নারীরা করবে। লক্ষ ভোটে এখান থেকে হারবে। কীর্তি বলেন, এই পাগল লোকটার কথা নিয়ে আমার সামনে আসছেন এখানে ওখানে ভৌ ভৌ বেড়ায়। দিলীপ ঘোষকে বলুন গ্রামে গেলে পরে মহিলারাই এমন মার মারবেন, সারা জীবন পর্যন্ত ন্যাড়া ভাবেই জন্ম নেবেন। যদিও পরে মহিলাদের ত্রিশূল, বর্শা, গদা নিয়ে রুখে দাঁড়ানোর বিষয়ে কীর্তি আজাদকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনি বলতে চেয়েছেন মহিলারা ইভিএমে বোতাম টিপেই ওনাকে রুখে দেবেন। এবিষয়ে দিলীপ ঘোষ জানিয়েছেন, উনি (কীর্তি আজাদ) কী বলছেন ছেড়ে দিন। উনি কে হরিদাস পাল। বর্ধমানের কে? বড় বড় কথা বলছেন। সাত দিন অপেক্ষা করুন কাঁছা খুলে দেবে এখানকার লোক।

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *