বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ভোটের সময় বেআইনিভাবে টাকা নিয়ে যাওয়া আসা ঠেকাতে চলছে জেলা প্রশাসনের কঠোর নজরদারী। আর তার ফল হাতে নাতে পাচ্ছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। শুক্রবার সাংবাদিক বৈঠকে জেলাশাসক কে রাধিকা আইয়ার জানিয়েছেন, গত ১ মার্চ থেকে লাগাতার নজরদারীর জেরে এখনও পর্যন্ত মোট ৬ কোটি ৯ লক্ষ ৯০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে বনদপ্তর, আবগারী দপ্তর, জিএসটি ও কর্মাশিয়াল দপ্তর এবং রাজ্য পুলিশের অভিযানে এই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে, ভোটের আবহে এখনও পর্যন্ত পূর্ব বর্ধমান জেলা পুলিশের অধীনেই ১২৫ টি বোমা উদ্ধার করা হয়েছে বলে এদিন জেলাশাসক জানিয়েছেন। তিনি জানিয়েছেন, একইসঙ্গে বেআইনি ১১৩টি কার্তুজ এবং ৬৫টি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। যার মধ্যে ২টি আগ্নেয়াস্ত্র ও ২টি কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এলাকা থেকে। এদিন জেলাশাসক জানিয়েছেন, এখনও পর্যন্ত গোটা জেলায় স্পর্শকাতর বুথের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫২ টি। এখনও পর্যন্ত মোট ৭৭৩ জনকে ঝুঁকিপূর্ণ ভোটার হিসাবে চিহ্নিত করা হয়েছে যাঁরা ভোটের সময় গোলমাল করতে পারে বলে সন্দেহ রয়েছে। এছাড়াও ১৬৭৩ জনকে ঝামেলাবাজ ভোটার হিসাবে চিহ্নিত করা হয়েছে। জেলাশাসক জানিয়েছেন, বিভিন্ন অজামিনযোগ্য কেসে এখনও পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, জেলাশাসক এদিন যে হিসাবে দিয়েছেন তাতে দেখা গেছে সি-ভিজিল অ্যাপের মাধ্যমে যে অভিযোগ জমা পড়ছে তাতে ভুয়ো অভিযোগের সংখ্যা ক্রমশ বাড়ছে। ৪ এপ্রিল পর্যন্ত এই ধরণের ১৪৮ টি অভিযোগের মধ্যে ভুয়ো অভিযোগ ছিল ৩৬টি। অন্যদিকে, এদিন জেলাশাসক জানিয়েছেন, বৃহস্পতিবার পর্যন্ত মোট ৩৩৪ টি অভিযোগ জমা পড়ে। যার মধ্যে ৭৭টি অভিযোগই ভুয়ো বলে দেখা গেছে। তিনি জানিয়েছেন, টেলিফোনের মাধ্যমে বৃহস্পতিবার পর্যন্ত ১৬৯টি অভিযোগ জমা হয়েছে। এরই পাশাপাশি জেলাশাসক জানিয়েছেন, বৃহস্পতিবার পর্যন্ত অবৈধ দেওয়াল লিখন, পোষ্টার, ব্যানার প্রভৃতি নিয়ে মোট ১ লক্ষ ১ হাজার ৫৩টি অভিযোগ জমা পড়ে। তার সবগুলিই নিষ্পত্তি করা হয়েছে।
Tags AITC All India Trinamool Congress Ashim Kumar Sarkar Ashim Sarkar Bardhaman Durgapur PC Bardhaman Purba Lok Sabha Constituency Bardhaman Purba Parliamentary Constituency Bardhaman-Durgapur Bardhaman-Durgapur constituency Bardhaman-Durgapur Lok Sabha constituency Bardhaman-Durgapur Parliamentary Constituency Bharatiya Janata Party Bishnupur Lok Sabha Constituency Bishnupur Parliamentary Constituency Bishnupur PC BJP Bolpur Lok Sabha Constituency Bolpur Parliamentary Constituency Bolpur PC Burdwan Durgapur PC Burdwan Purba Lok Sabha Constituency Burdwan Purba Parliamentary Constituency Burdwan Purba PC Burdwan-Durgapur Burdwan-Durgapur Constituency Burdwan-Durgapur Parliamentary Constituency Burdwan–Durgapur Lok Sabha Constituency Dilip Ghosh Dr. Sharmila Sarkar General Election Kirti Azad Kirti Bhagwat Kirti Bhagwat Jha Azad Kirti Jha Kirti Jha Azad Kirtivardhan Bhagwat Jha Azad Lok Sabha Election Saumitra Khan Sharmila Sarkar Sujata Khan Sujata Mondal Sujata Mondal Khan tmc Trinamool Congress
Check Also
বাংলা আবাস যোজনায় নাম দোতলা বাড়ির মালিক বিধায়কের শাশুড়ি এবং পঞ্চায়েত প্রধানের
খণ্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগের শ্বশুরবাড়ির একাধিক বাড়িতে হুকিং …