গলসী (পূর্ব বর্ধমান) :- তৃণমূল যুব কংগ্রেসের কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়কে নিয়ে গলসী থানার জাগুলিপাড়ায় শাসকদলের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ উদ্ধার করল ৯ টি তাজা বোমা। বোমাগুলি উদ্ধারের পর তা নিষ্ক্রিয় করে সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াড। উল্লেখ্য, বুধবার বর্ধমান শহরে তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষের নেতৃত্বে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ সভা ছিল। সেই সভায় আসা নিয়ে প্রস্তুতি বৈঠক ডাকা হয় জাগুলিপাড়ায়। আর সেই প্রস্তুতি সভাকে ঘিরেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটে। অভিযোগ ওঠে, এই সংঘর্ষের সময় ব্যাপক বোমাবাজিও করা হয়। দুপক্ষের মধ্যে ছোঁড়া ইটের আঘাতে আহত হন একজন তৃণমূল কর্মীও। এই ঘটনার পরই পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে ৪ জনকে পুলিশি হেফাজতে নিয়ে পুলিশ তদন্তে নামে। ৪ জনকে পুলিশি হেফাজতে পাওয়ার পরই জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে উভয়পক্ষই জাগুলিপাড়ার দুটি পৃথক জায়গায় আরও বেশকিছু বোমা মজুত করে রেখেছে। এরপর ধৃতদের সঙ্গে নিয়ে তাদের দেখানো দুটি পৃথক জায়গা থেকে মোট ৯ টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। পরে উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করে সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াড।
Tags Bomb
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …