Breaking News

পূর্ব বর্ধমান জেলাপরিষদের কোনো ক্যাণ্টিন কর্মীই করোনা আক্রান্ত হয়নি, গুজব উড়িয়ে জানাল কর্তৃপক্ষ

Authorities said none of the canteen staff of Purba Bardhaman Zilla Parishad were infected with the coronavirus

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- করোনাভাইরাস আক্রান্তের গুজব উড়িয়ে দিল পূর্ব বর্ধমান জেলা পরিষদ কর্তৃপক্ষ। গত দুদিন ধরেই রীতিমত গুজব রটে যায় জেলা পরিষদের ক্যাণ্টিনে কর্মরত কর্মীদের কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। আর এরপরেই রীতিমত চাঞ্চল্য ছড়ায়। সোশ্যালমিডিয়া থেকে শুরু করে মানুষের মুখেমুখে ঘুরতে শুরু করে এই গুজব কাহিনী। মঙ্গলবার এব্যাপারে জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম জানিয়েছেন, জেলা পরিষদে প্রতিদিনই বিভিন্ন মানুষ বিভিন্ন প্রয়োজনে আসেন। জেলা পরিষদের দুটি গেট থাকায় নিয়ন্ত্রণ রাখা মুশকিল হয়ে পড়ছিল। তাই দুটি গেটের পরিবর্তে মেন গেটটিকেই খোলা রেখে বাকি গেটটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। যেহেতু দ্বিতীয় ওই গেট লাগোয়াই রয়েছে ক্যাণ্টিন। তাই ক্যাণ্টিন সহ দ্বিতীয় গেট এলাকাকে টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। পরিবর্তে প্রত্যেককেই মেন গেট দিয়েই জেলা পরিষদে ঢুকতে হচ্ছে। এরই পাশাপাশি মেন গেটে রাখা হয়েছে স্যানিটাইজ ব্যবস্থা ছাড়াও থার্মাল স্ক্রিনিং-এর ব্যবস্থা। প্রত্যেকেরই থার্মাল গান দিয়ে টেষ্ট করার পর তাঁর নাম, ঠিকানা, ফোন নাম্বার লিপিবদ্ধ করেই তাঁকে ভেতরে যেতে দেওয়া হয়েছে। বাগবুল ইসলাম জানিয়েছেন, জেলা পরিষদের কেউ বা ক্যাণ্টিনের কোনো কর্মীই করোনায় আক্রান্ত হয়নি। কেওকেও জেনে অথবা না জেনে এই গুজব ছড়াচ্ছেন। এর কোনো বাস্তব ভিত্তি নেই।

About admin

Check Also

Dilip Ghosh attacked the police with foul language, BJP candidate threatened to take off his pants.

পুলিশকে কদর্য ভাষায় আক্রমণ দিলীপ ঘোষের, প্যান্ট খুলে নেবার হুমকি

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বুধবার সন্ধ‌্যায় বর্ধমান শহরের পারবীরহাটা এলাকায় বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *