Breaking News

রাজ্য প্রাণীসম্পদ বিকাশ সপ্তাহ উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক

National Animal Resource Development Week celebrated in Burdwan. (State level events). At Mati Tirtha Krishi Katha, Agricultural farm

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- প্রাণী কতটা সম্পদ হতে পারে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কৃষির সঙ্গে ওতপ্রোতভাবে যে প্রাণীরাও যুক্ত, দুটোকেই একসঙ্গে পালন করা যায় – তাই করে দেখিয়ে স্বনির্ভরতা বাড়িয়ে দিয়েছেন। রবিবার বর্ধমানের মাটিতীর্থ কৃষি কথা প্রাঙ্গণে ২৩তম জাতীয় প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি জানিয়েছেন্, এই দপ্তরের অধীন রয়েছে আরও কয়েকটি বিভাগ। তাঁদের নিয়ে যে কি কি কাজ করা যায় তা বাম আমলে কেউই জানতেন না। স্বপনবাবু এদিন বলেন, বর্তমানে খোলা বাজারে মুরগীর মাংসের যে দাম তার থেকে অনেক কম দাম হরিণঘাটা মাংসের। মাত্র ১৪০ টাকা প্রতি কেজি। কিন্তু সেই মাংস সাধারণ মা্নুষ কিনছেন না। তাঁরাই বলছেন বাজারে মাংসের দাম বেড়েছে। National Animal Resource Development Week celebrated in Burdwan. (State level events). At Mati Tirtha Krishi Katha, Agricultural farm এদিন স্বপনবাবু বর্ধমান জেলা জুড়ে হরিণঘাটা ডেয়ারীর উত্পাদিত দ্রব্য বিক্রির জন্য কাউণ্টার খোলার জন্য আবেদনও রাখেন। স্বপনবাবু এদিন বলেন, দুধ, মাংস, ডিম প্রভৃতি উত্পাদন কয়েকগুণ করে বেড়েছে। আগামী বছরের মধ্যে এইসব ক্ষেত্রেই স্বয়ংসম্পূর্ণ হতে চলেছে বাংলা। রবিবার বর্ধমানের জেলা কৃষি খামারের মাটি তীর্থ কৃষি কথা প্রাঙ্গণে দুদিন ব্যাপী ২৩তম জাতীয় প্রাণীসম্পদ বিকাশ সপ্তাহ অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। ১৩ থেকে ১৯ নভেম্বর গোটা রাজ্য জুড়েই ২৩ তম জাতীয় প্রাণীসম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন করা হচ্ছে। প্রতিটি জেলার পঞ্চায়েত সমিতি এবং জেলাস্তরে এই কর্মসূচী পালন করা হচ্ছে। রবিবার পূর্ব বর্ধমান জেলার কালনা রোড কৃষি খামারে মাটি তীর্থ কৃষি কথা প্রাঙ্গণে রাজ্যস্তরের অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক ছাড়াও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহকারী সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক বিজয় ভারতী, রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সচীব, বিশেষ সচীব সহ পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের আধিকারিক ও জেলা পরিষদের সদস্যরাও। National Animal Resource Development Week celebrated in Burdwan. (State level events). At Mati Tirtha Krishi Katha, Agricultural farm মলয় ঘটক এদিন বলেন, গত ৮ বছরে বাংলায় সর্ব ক্ষেত্রে যে উন্নতি হয়েছে তা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী করতে পারেননি। মলয়বাবু এদিন নাম না করেই বিজেপির সমালোচনা করে বলেন, কেউ কেউ সমালোচনা করছে। তাঁরা আপনাদের কাছে এলে জিজ্ঞাসা করুন তাঁরা যে সমস্ত রাজ্যে ক্ষমতায় এসেছেন সেই সমস্ত রাজ্যে বাংলার মত সব ক্ষেত্রেই উন্নতি হয়েছে কিনা। মলয়বাবু এদিন বলেন, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ উন্নয়ন সমস্ত ক্ষেত্রেই গত ৮বছরে মুখ্যমন্ত্রী যে উন্নতি ঘটিয়েছেন বাম আমলে তা কেউ ভাবতেই পারেন নি। এদিন এই অনুষ্ঠান মঞ্চ থেকেই কয়েকজন উপভোক্তার হাতে হাঁসের বাচ্চা তুলে দেওয়া হয়। প্রাণী পালনে বিশেষ অবদানের জন্য জেলাভিত্তিক পুরষ্কারও তুলে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা আধিকারিকের হাতে। উৎসব মাঠে প্রাণীসম্পদ, কৃষি-সহ বিভিন্ন দপরের ২০টি স্টল করা হয়েছে। দুদিন ব্যাপী অনুষ্ঠানের শেষদিনে রাজ্যের প্রাণী সম্পদবিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ অভিনীত একটি যাত্রাপালাও অনুষ্ঠিত হবে।

About admin

Check Also

Dilip Ghosh attacked the police with foul language, BJP candidate threatened to take off his pants.

পুলিশকে কদর্য ভাষায় আক্রমণ দিলীপ ঘোষের, প্যান্ট খুলে নেবার হুমকি

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বুধবার সন্ধ‌্যায় বর্ধমান শহরের পারবীরহাটা এলাকায় বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *