বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আচমকাই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার হিসাবে রমেন সরের জায়গায় সোমবার দায়িত্ব নিলেন তোফাজ্জল হোসেন। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে সোমবার বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠক ছিল। কিন্তু এই বৈঠকে রেজিষ্টার বদলের কোনো সূচি ছিল না বলে জানা গেছে। উপাচার্য বেশ কয়েকদিন অনুপস্থিত ছিলেন তাঁর শারিরীক অসুস্থার জন্য। এদিনই তিনি কাজে যোগ দেন। তারপরেই এই পরিবর্তন করা হয়। গত ৩১ মার্চ পূর্বতন রেজিস্টার দেবকুমার পাঁজা অবসর নেন। তিনি অবসর নেবার পর উপাচার্যই রেজিষ্টারের কাজ চালাচ্ছিলেন। কিন্তু একাধারে উপাচার্য, অন্যদিকে রেজিষ্টার। এক ব্যক্তি একপদের বদলে কিভাবে বিশ্ববিদ্যালয়ের এই দুই গুরুত্বপূর্ণ পদ সামলাতে পারেন তা নিয়ে বিশ্ববিদ্যালয় জুড়েই শুরু হয় রীতিমত বিতর্ক। এরপরই গত ২৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক রমেন সরকে রেজিষ্টার হিসাবে দায়িত্ব দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয় নতুন কর্মসচিব নিয়োগ না হওয়া পর্যন্ত অস্থায়ীভাবেই এই দায়িত্ব সামলাবেন রমেন সর। এদিকে, এই অবস্থার মধ্যেই সোমবার কর্মসমিতির বৈঠকে আগাম কো্নো সূচনা ছাড়াই দর্শন বিভাগের অধ্যাপক তোফাজ্জল হোসেনকে নতুন কর্মসচিব নিয়োগ করা হয়। এদিনই রমেনবাবু তোফাজ্জল হোসেনকে দায়িত্বভার বুঝিয়েও দেন। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, তোফাজ্জল হোসেনকেও অস্থায়ীভাবেই নিয়োগ করা হয়েছে। রমেনবাবু জানিয়েছেন, সাময়িকভাবে কিছুদিন রেজিষ্টার হিসাবে কাজ চালিয়ে যাবার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। তিনি সেই কাজ করে গেছেন। অন্যদিকে, রেজিষ্টার হিসাবে দায়িত্বপ্রাপ্ত তোফাজ্জল হোসেন জানিয়েছেন, এদিনই তাঁকে উপাচার্যের অফিস থেকে রেজিষ্টার পদের দায়িত্ব নেবার কথা বলা হয়। তাই এদিনই তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। চেষ্টা করবেন বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করার। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাইচন্দ্র সাহা জানিয়েছেন, এটা একেবারেই বিশ্ববিদ্যালয়ের রুটিন বিষয় এবং বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির সিদ্ধান্ত।
Tags Bardhaman Burdwan Burdwan University East Bardhaman East Burdwan Purba Bardhaman Registrar কর্মসচিব খবর পূর্ব বর্ধমান বর্ধমান বর্ধমান বিশ্ববিদ্যালয় বাংলা বাংলা খবর রেজিষ্টার সংবাদ
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …