বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গার্ডেনরিচের মত বর্ধমান শহরের বুকেও যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যাবার আশঙ্কা দেখা দিয়েছে। বর্ধমান পুর এলাকায় ব্যাঙের ছাতার মতই যত্রতত্র বহুতল তৈরি হচ্ছে। যার অনেকগুলিই পৌরসভার নিয়ম নীতির তোয়াক্কা না করে। শহর জুড়ে বেপরোয়াভাবে পুকুর, জলাশয় বুজিয়ে চলছে রমরমিয়ে প্রোমোটাররাজ। যার সিংহভাগ ক্ষেত্রেই জড়িয়ে রয়েছেন শাসকদলের নেতারা। প্রভাবশালী হওয়ার জন্য তাঁদের বিরুদ্ধে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। এইসমস্ত অভিযোগ তুলে শুক্রবার বর্ধমান সদর উত্তর মহকুমাশাসকের কাছে স্মারকলিপি দিল জেলা কংগ্রেস। এদিন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য্যের নেতৃত্বে জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি বুলবুল আহমেদ সেখ, গৌরব সমাদ্দার, মহিলা কংগ্রেস সভানেত্রী কুমকুম ঘোষ, সঞ্জয় খান ওরফে মাইকেল প্রমুখরা মহকুমাশাসকের সঙ্গে দেখা করে বর্ধমান শহর জুড়ে বেআইনি নির্মাণ সম্পর্কে তদন্তের দাবি জানান। এদিন অভিজিৎ ভট্টাচার্য্য জানিয়েছেন, গার্ডেনরিচের মত একইভাবে বর্ধমান শহরের বুকেও ব্যাঙের ছাতার মত অবৈধ নির্মাণ গজিয়ে উঠেছে। ৩৫ টা ওয়ার্ডেই একই অবস্থা। শাসক দলের স্থানীয় নেতাদের মদতেই এই ঘটনা চলছে। একটাই উদ্দেশ্য অর্থ ইনকাম। তাই প্রমোটারেদের দিয়ে জলাশয়ও ভরাট করে দেওয়া হচ্ছে। সম্প্রতি বর্ধমান পৌরসভার ১০নং ওয়ার্ডের শশাঙ্ক বিলকে প্রোমোটারের হাতে তুলে দেওয়া নিয়ে ইতোমধ্যেই পরিবেশবিদ এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আন্দোলনও শুরু হয়েছে। অভিজিতবাবু জানিয়েছেন, বি সি রোড, জি টি রোড, বাদাম তলা কোথাও বাদ যাচ্ছে না। প্ল্যান না নিয়ে অবৈধ নির্মাণ হচ্ছে। প্ল্যানের বাইরে গিয়ে অবৈধ নির্মাণ হচ্ছে। আবার কোথাও নিয়ম না মেনে প্ল্যান দেওয়া হচ্ছে। তাঁদের দাবি, এই সময়কালের সমস্ত প্ল্যানকে মানুষের সামনে আনতে হবে। বর্ধমান পৌরসভা অপদার্থ, দুর্নীতিগ্রস্ত পৌরসভা। এখানেও গার্ডেনরিচের মত ঘটনা ঘটতে পারে। তাই এ ব্যাপারে নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন তাঁরা মহকুমা শাসকের কাছে। উল্লেখ্য, ইতোমধ্যেই এব্যাপারে বর্ধমান পৌরসভার পুরপ্রধান পরেশচন্দ্র সরকার জানিয়েছেন, তাঁরা ৩৫টি ওয়ার্ডেই খোঁজ নিচ্ছেন, কোথাও কোনো অবৈধ নির্মাণ হচ্ছে কিনা। যদি এরকম কিছু পাওয়া যায়, তাহলে পুরসভা কঠোরভাবে ব্যবস্থা নেবে।
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …