Breaking News

বর্ধমানে শুরু হল জেলা হস্তশিল্প, তাঁত ও স্বরোজগার মেলা ২০২৪, বাড়তি পাওনা জেলাশাসকের গলায় রবীন্দ্রসংগীত

District Handicraft, Weaving and Livelihood Fair 2024 has started in Burdwan

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মঙ্গলবার থেকে বর্ধমানের শাঁখারীপুকুর উৎসব ময়দানে শুরু হল জেলা হস্তশিল্প, তাঁত ও স্বরোজগার মেলা ২০২৪। এদিন এই মেলার উদ্বোধন করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহকারী সভাধিপতি গার্গী নাহা, জেলাশাসক বিধানচন্দ্র রায়, বিডিএ-র চেয়ারম্যান কাকলি গুপ্ত তা, পুরপ্রধান পরেশচন্দ্র সরকার, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস প্রমুখরা। আর এদিন এই উদ্বোধন পর্বে খোদ জেলাশাসক বিধানচন্দ্র রায় এবং বিডিএ-র চেয়ারম্যান কাকলি গুপ্তের ডুয়েট রবীন্দ্রসংগীত নজীর সৃষ্টি করল। চলতি ফেব্রুয়ারি মাসে বর্ধমানের জেলাশাসক হিসাবে কাজে যোগ দিয়েছেন বিধানচন্দ্র রায়। District Handicraft, Weaving and Livelihood Fair 2024 has started in Burdwan এদিন তাঁর কাছে গান করার আবদার উঠলে জেলাশাসক এবং বিডিএ-র চেয়ারম্যান গাইলেন – ” আমার মাথা নত করে দাও হে প্রভু …”। এমনকি এদিন গান গাইতে গাইতে জেলাশাসক বলে ওঠেন এই গানের এই বিশেষ অংশকে সকলে মেনে চলা উচিত। তিনি গাইলেন – ” আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে …”। এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, প্রতিটি হস্তশিল্পীদের তাঁদের উৎপাদিত দ্রব্য বিক্রির জন্য রাজ্য সরকার এই ধরনের মেলার উদ্যোগ নিয়েছে। এই মেলায় অংশগ্রহণকারী শিল্পীদের বিনামূল্যে স্টল, তাঁদের প্রতিদিন ৭৫ টাকা করে রাহা খরচ ছাড়াও তাঁদের উৎপাদিত মাল মেলা প্রাঙ্গণে নিয়ে আসা-যাওয়ার জন্য রাজ্য সরকার পরিবহণ ভাতা দিচ্ছে। তিনি জানিয়েছেন, কচুরিপানা নিয়ে বিভিন্ন দ্রব্য তৈরি করা হচ্ছে। ছোট ছোট শিল্পকেও রাজ্য সরকার স্বীকৃতি দিচ্ছেন। উল্লেখ্য, এদিন জেলাশাসক বিধানচন্দ্র রায় জানিয়েছেন, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের উদ্যোগে আয়োজিত এই মেলায় ১৫০ জন হস্তশিল্পী অংশ নিচ্ছেন। তার মধ্যে ২০ জন তাঁতশিল্পীও রয়েছেন। মোট ৯০ টি স্টল করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলা প্রশাসন এবং জেলা শিল্প কেন্দ্রের ব্যবস্থাপনায় আয়োজিত এই মেলা চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত।

About admin

Check Also

Dilip Ghosh attacked the police with foul language, BJP candidate threatened to take off his pants.

পুলিশকে কদর্য ভাষায় আক্রমণ দিলীপ ঘোষের, প্যান্ট খুলে নেবার হুমকি

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বুধবার সন্ধ‌্যায় বর্ধমান শহরের পারবীরহাটা এলাকায় বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *