পূর্বস্থলী (পূর্ব বর্ধমান) :- লোক সংস্কৃতি উৎসব ও কৃষি মেলা কমিটির উদ্যোগে পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুরে ২৪ তম লোকসংস্কৃতি উৎসব, আঞ্চলিক হস্তশিল্প, কৃষি, প্রাণী সম্পদ ও আদিবাসী মেলার সূচনা হল শুক্রবার। মেলা উপলক্ষ্যে বিদ্যানগর মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রায় অংশ নেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী। ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। শ্রীরামপুর তরুণ সংঘের মাঠ, ইউনাইটেড হাই স্কুল মাঠ এবং শ্রীরামপুর যুব সংঘের মাঠে একযোগে এই মেলা চলবে বলে জানা গেছে। এদিন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরি, প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, সায়ন্তিকা ব্যানার্জী, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মিঠু মাঝি, পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশংকর মন্ডল, উৎসব ও মেলা কমিটির সভাপতি ডাঃ বিভাস বিশ্বাস, সম্পাদক দিলীপ মল্লিক-সহ অন্যান্যরা। এই উৎসব ও মেলার প্রধান উদ্যোক্তা মন্ত্রী স্বপন দেবনাথ জানান, মেলার এক একটা দিন এক একটি নামে চিহ্নিত করা হয়েছে। শনিবার এলাকার ১ হাজার শিক্ষার্থীকে উৎসাহ দেওয়ার জন্য সংবর্ধনা দেওয়া হবে। আদিবাসী সম্প্রদায়ের মধ্যে নানা রকম প্রতিযোগিতার আয়োজন করা হবে। একই সঙ্গে রক্তদান শিবিরেরও আয়োজন করা হবে। হস্তশিল্পের সম্ভার নিয়ে রাজ্যের ৮ টি জেলার হস্তশিল্পীরা এই মেলায় অংশ গ্রহণ করেছেন। ১৩ জানুয়ারি উপস্থিত থাকবেন রেনিসা, মৌমিতা, অভিজিৎ রায় এবং অভি দত্ত, ১৫ জানুয়ারি উপস্থিত থাকবেন ঋষি চক্রবর্তী ও ঝিলিক, ১৬ জানুয়ারি রানা দলুই, ১৭ জানুয়ারি সোহিনী মুখার্জী এবং ১৮ জানুয়ারি নচিকেতা।
Tags Agriculture agriculture fair Culture Festival Folk handicraft livestock Purbasthali tribal tribal fair
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …