Breaking News

চিকিত্সকরা রাখী পড়ালেন রোগীপক্ষকে অভিনব রাখীবন্ধন উত্সব পালিত হল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে

Rakhi Bandhan - Burdwan Medical College and Hospital & Department of Youth Services & Sports

বিপুন ভট্টাচার্য, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বারে বারেই চিকিত্সকদের সঙ্গে রোগীদের সংঘাতের বিষয় নিয়ে সংবাদের শিরোনামে উঠে এসেছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল। চিকিত্সার গাফিলতিতে কিংবা বিনা চিকিত্সায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিত্সকদের সঙ্গে রোগীপক্ষের ধুন্ধুমার কাণ্ডও ঘটেছে দফায় দফায়। কখনও রোগীপক্ষের হাতে চিকিত্সকরা নিগৃহিত হয়েছেন, আবার কখনও চিকিত্সকের হাতে রোগীরা মার খেয়েছেন। ফলে রীতিমত উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রতিবাদে বিশেষ করে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি পালন করেছেন, নিজেদের নিরাপত্তার দাবী তুলেছেন। দফায় দফায় ঘটনায় তদন্ত কমিটি গঠনের প্রতিশ্রুতিও দিতে হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। আর রবিবার সেই সমস্ত ঘটনার পাল্টা চিকিত্সকদের সঙ্গে রোগীদের সম্পর্ককে সরু সূতোর মেলবন্ধনে বদলে দেবার উদ্যোগ নিলেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। রীতিমত নজীরবিহীনভাবেই এদিন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা রোগীপক্ষের হাতে বেঁধে দিলেন রাখী। করালেন মিষ্টি মুখও। তুলে ধরার চেষ্টাও করলেন সৌহার্দ্যের বার্তাও। গোটা দেশ জুড়ে যখন রাখী বন্ধন উত্সবে সম্প্রীতির বার্তাকে তুলে ধরা হচ্ছে, সেই সময় বর্ধমান মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের রোগী ও রোগীর পরিবারদের হাতে পড়িয়ে দিলেন ভ্রাতৃত্বের, সৌহার্দ্যের, সম্প্রীতির রাখী। রবিবার রাখী বন্ধনের মধ্যে দিয়ে এই যুযুধান দুপক্ষের মধ্যে একটা শান্তির বার্তাই দেওয়া হয়েছে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডা. উত্পল দাঁ জানিয়েছেন, তাঁরা এই উদ্যোগের মধ্যে দিয়ে উভয়ের সম্পর্ককে একটা ভাল সম্পর্ক, সেখানে কোনো বিরোধ নেই – সেটাই তুলে ধরতে চেয়েছেন। এদিকে, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের রাখীবন্ধনের পাশাপাশি গোটা জেলা জুড়েই এদিন রাখীবন্ধন উত্সব পালিত হয়েছে। বর্ধমানের ৪ নং ওয়ার্ডের বাজেপ্রতাপপুরে রাখী বন্ধন উত্সবের সঙ্গে সঙ্গে পালিত হয়েছে সেভ ড্রাইভ, সেফ লাইফের প্রচার। দেওয়া হয়েছে বর্ধমান পুরসভার মানবিক প্রকল্পের ১০জন উপভোক্তাদের হাতে শংসাপত্রও। উপস্থিত ছিলেন বাজেপ্রতাপপুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী অজ্ঞেয়ানন্দজী মহারাজ, কাউন্সিলার মহঃ আলি, ওয়ার্ড কমিটির সম্পাদক নুরুল আলম ও বিশিষ্ট সমাজসেবী শ্রী দেবু গাঙ্গুলী প্রমুখরা। অন্যদিকে, এদিন জেলার মূল অনুষ্ঠানটি পালিত হয় বর্ধমানের উদয়চাঁদ গ্রন্থাগারে। হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব প্রমুখরা। কার্জন গেটের সামনেও এদিন পালিত হয় রাখীবন্ধন উত্সব। হাজির ছিলেন জেলাশাসক, জেলা পরিষদের সভাধিপতি, জেলা পুলিশ সুপার প্রমুখরা। এদিন বাজেপ্রতাপপুর থেকে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়ে শেষ হয় টাউন হলে। এদিন রাখীবন্ধনকে সামনে রেখে জেলা পুলিশের পক্ষ থেকে পথ নিরাপত্তার প্রচারে মিছিলও করা হয়।

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *