Breaking News

আউশগ্রামে পুলিশকর্মীর বাড়িতে ডাকাতি

Robbery at policeman's house in Ausgram

আউশগ্রাম (পূর্ব বর্ধমান) :- দরজা ভেঙে খোদ পুলিশকর্মীর বাড়িতে ঢুকে হাত-মুখ ও চোখ বেঁধে বাড়ির সর্বস্ব লুঠ ডাকাতদলের। ডাকাতিতে বাঁধা দিলে পুলিশকর্মীর মাথায় ভারি বস্তুর আঘাত। এমনকি পালিয়ে যাবার সময় একজন প্রতিবেশী বাঁধা দিতে গেলে তাঁকে এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপ মারে ডাকাত দল। গুরুতর জখম অবস্থায় আহত ব্যক্তি বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে আউসগ্রাম থানার ছোড়া কলোনি এলাকায়। গৃহকর্ত্রী জয়ন্তী বিশ্বাসের অভিযোগ, রাত্রি ২ টো নাগাদ আচমকাই কয়েকজন বাড়ির সদর দরজায় ধাক্কাধাক্কি শুরু করে এবং কোনো কিছু বোঝার আগেই ১০ জনের একটি দুস্কৃতিদল বাড়ির ভিতরে হাঁসুয়া, রড ও বন্দুক হাতে ঢুকে পরে। তারপরই গালিগালাজ শুরু করে এবং মারধর করে। এরপর তাঁর স্বামীর হাত, মুখ ও চোখ বেঁধে ঘরের আলমারী ভেঙে বেশ কয়েক ভরি সোনার গহনা ও কিছু নগদ টাকা নিয়ে বেড়িয়ে যাওয়ার সময় বাইরে থেকে গেট আটকে পালিয়ে যায়। যাওয়ার সময় প্রতিবেশী এক যুবক বাঁধা দিতে গেলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারে। Robbery at policeman's house in Ausgram পুলিশসূত্রে জানা গেছে, হাওড়া রুরাল ট্রাফিক পুলিশের এএসআই সুশান্ত বিশ্বাসের আউশগ্রামের ছোড়া কলোনীর বাড়িতেই শনিবার গভীররাতে সংগঠিত হয় এই দুঃসাহসিক ডাকাতি। ঘটনার খবর মিলতেই ঘটনাস্থলে যায় আউশগ্রাম থানার পুলিশ। সকালেই আউশগ্রামে পৌঁছান পূর্ব বর্ধমানের এসপি আমনদীপ। সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। এর আগেও গত ১৮ ডিসেম্বর একইভাবে ডাকাতির ঘটনা ঘটে আউশগ্রামের পলাশতলায়। সেক্ষেত্রে সাউথ আফ্রিকায় কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অপূর্ব দত্তর বাড়িতে লুঠপাঠ চালায় ১২ থেকে ১৫ জনের একটি ডাকাত দল। সোনা, রুপো, ৩০০ মার্কিন ডলার ও ৩০০০ জামবিয়ান কোয়াচা-সহ বেশকিছু মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় তারা।

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *