আউশগ্রাম (পূর্ব বর্ধমান) :- দরজা ভেঙে খোদ পুলিশকর্মীর বাড়িতে ঢুকে হাত-মুখ ও চোখ বেঁধে বাড়ির সর্বস্ব লুঠ ডাকাতদলের। ডাকাতিতে বাঁধা দিলে পুলিশকর্মীর মাথায় ভারি বস্তুর আঘাত। এমনকি পালিয়ে যাবার সময় একজন প্রতিবেশী বাঁধা দিতে গেলে তাঁকে এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপ মারে ডাকাত দল। গুরুতর জখম অবস্থায় আহত ব্যক্তি বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে আউসগ্রাম থানার ছোড়া কলোনি এলাকায়। গৃহকর্ত্রী জয়ন্তী বিশ্বাসের অভিযোগ, রাত্রি ২ টো নাগাদ আচমকাই কয়েকজন বাড়ির সদর দরজায় ধাক্কাধাক্কি শুরু করে এবং কোনো কিছু বোঝার আগেই ১০ জনের একটি দুস্কৃতিদল বাড়ির ভিতরে হাঁসুয়া, রড ও বন্দুক হাতে ঢুকে পরে। তারপরই গালিগালাজ শুরু করে এবং মারধর করে। এরপর তাঁর স্বামীর হাত, মুখ ও চোখ বেঁধে ঘরের আলমারী ভেঙে বেশ কয়েক ভরি সোনার গহনা ও কিছু নগদ টাকা নিয়ে বেড়িয়ে যাওয়ার সময় বাইরে থেকে গেট আটকে পালিয়ে যায়। যাওয়ার সময় প্রতিবেশী এক যুবক বাঁধা দিতে গেলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারে। পুলিশসূত্রে জানা গেছে, হাওড়া রুরাল ট্রাফিক পুলিশের এএসআই সুশান্ত বিশ্বাসের আউশগ্রামের ছোড়া কলোনীর বাড়িতেই শনিবার গভীররাতে সংগঠিত হয় এই দুঃসাহসিক ডাকাতি। ঘটনার খবর মিলতেই ঘটনাস্থলে যায় আউশগ্রাম থানার পুলিশ। সকালেই আউশগ্রামে পৌঁছান পূর্ব বর্ধমানের এসপি আমনদীপ। সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। এর আগেও গত ১৮ ডিসেম্বর একইভাবে ডাকাতির ঘটনা ঘটে আউশগ্রামের পলাশতলায়। সেক্ষেত্রে সাউথ আফ্রিকায় কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অপূর্ব দত্তর বাড়িতে লুঠপাঠ চালায় ১২ থেকে ১৫ জনের একটি ডাকাত দল। সোনা, রুপো, ৩০০ মার্কিন ডলার ও ৩০০০ জামবিয়ান কোয়াচা-সহ বেশকিছু মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় তারা।
Tags Robbery
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …