বিপুন ভট্টাচার্য, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ষার একটানা বৃষ্টি শুরু হতেই ফের বর্ধমানের দামোদরের কৃষক সেতুতে ফাটল স্পষ্ট আকার নিল। এই ঘটনায় তীব্র আতংক সৃষ্টি হয়েছে। গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টির পরেই বর্ধমানের দামোদরের ওপর ওই কৃষকসেতুতে দুটি জায়গায় ফাটল আরও বড় আকার নিল। উল্লেখ্য, দামোদরের কৃষকসেতুর মাধ্যমে বর্ধমানের সঙ্গে সমগ্র দক্ষিণ দামোদরের রায়না ও খণ্ডঘোষ ব্লক ছাড়াও পুরুলিয়া, মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার যোগাযোগ রয়েছে। স্বাভাবিকভাবেই এই পথ দিয়েই প্রতিদিন কয়েক হাজার ভারী পণ্যবাহী গাড়ি ছাড়াও কমবেশী প্রায় সাড়ে তিনশো বাস যাতায়াত করে। দক্ষিণ দামোদরের বাসিন্দারা জানিয়েছেন, যেভাবে এই কৃষকসেতুর ওপর চাপ বাড়ছে এবং সেতু যেভাবে ক্রমশই দুর্বল হয়ে পড়ছে তারা প্রতিদিনই আতংকের সঙ্গে যাতায়াত করছেন। একইকথা জানিয়েছেন, লরী ও বাস চালকরাও। এব্যাপারে পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, ব্রীজের অবস্থা সম্পর্কে তাঁরা নজরদারী চালাচ্ছেন। ইতিমধ্যেই পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলোচনা হয়েছে। অবিলম্বে ফেটে যাওয়া অংশ মেরামতির নির্দেশ দেওয়া হয়েছে।
Tags Bardhaman Burdwan Damodar Damodar River East Bardhaman East Burdwan Krishak Setu Purba Bardhaman River কৃষক সেতু খবর দামোদর নদী পূর্ব বর্ধমান বর্ধমান বাংলা বাংলা খবর সংবাদ
Check Also
বাংলা আবাস যোজনায় নাম দোতলা বাড়ির মালিক বিধায়কের শাশুড়ি এবং পঞ্চায়েত প্রধানের
খণ্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগের শ্বশুরবাড়ির একাধিক বাড়িতে হুকিং …