বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর থেকে রবিবার রাতে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম রাখাল বাগদি (৬১)। দেওয়ানদিঘি থানার কলিগ্রামে তাঁর বাড়ি। তিনি হাসপাতাল চত্বরেই ফেরি করতেন। রবিবার রাতে হাসপাতাল চত্বরে তাঁকে অচৈতন্য অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিস তাঁকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহটি ময়নাতদন্ত করিয়েছে পুলিস।
Tags Burdwan Medical College & Hospital
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …