বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গত বছরের মে-জুন মাসের তুলনায় চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ৮ গুণ বেড়ে যাওয়ায় রীতিমত চিন্তায় পড়েছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। আর ডেঙ্গু, ম্যালেরিয়া প্রভৃতি রোগের হাত থেকে বাঁচতে এবার বড়সড় উদ্যোগে সামিল করা হল জেলার সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের। সোমবার বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে শিক্ষা ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত উদ্যোগ শীর্ষক এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলার মুখ্য স্বাস্থ্যাধিকারিক ডা. প্রণব কুমার রায় জানিয়েছেন, গতবছর থেকেই গোটা জেলায় ডেঙ্গু, ম্যালেরিয়া নিয়ে রীতিমত তাঁদের উদ্বেগ বেড়েছে। তাই এই রোগ নিরাময়ের ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিতে পারে স্কুলের ছাত্রছাত্রীরা। তারা তাদের স্কুল ও বাড়ি লাগোয়া এলাকায় জমা জল পরিষ্কারের বিষয়ে উদ্যোগ নিতে পারে। জেলা স্বাস্থ্য দপ্তরের ডেপুটি স্বাস্থ্যাধিকারিক সুনেত্রা মজুমদার এদিন জানান, গতবছর মে-জুন মাস পর্যন্ত তাঁরা গোটা জেলায় ১০জনের রক্তে ডেঙ্গুর পজিটিভ জীবাণু পেয়েছিলেন। কিন্তু এবারে সেই সংখ্যা লাফিয়ে বেড়ে হয়েছে ৮০টি। ফলে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা দেখা দিয়েছে। বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু এদিন গোটা জেলাকে তামাকবর্জিত জেলা হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে স্কুলের ছাত্রছাত্রীদেরও এগিয়ে আসার ডাক দেন। তিনি বলেন, তামাক সমাজকে ক্রমশই পঙ্গু করে দিচ্ছে। তার থেকে মুক্ত হতে হলে ছাত্রছাত্রীদেরই এগিয়ে আসতে হবে। জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব এদিন বলেন, তামাক কোম্পানী গুলির মূল লক্ষ্যই থাকে স্কুলের ছাত্রছাত্রীরা। তাই তামাক বর্জিত জেলা গড়তে হলে স্কুলের ছাত্রছাত্রীদেরই এগিয়ে আসতে হবে। জেলাশাসক এদিন শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে আগামী বছর থেকে স্কুলগুলিকে পুরষ্কার দেবার কথাও ঘোষণা করেন।
Tags Aedes Aedes Mosquito Barddhaman Bardhaman Bôrdhoman Burdwan Dengue Dengue fever Dengue Mosquito Dengue virus fever Mosquito Purba Bardhaman Tobacco ডেঙ্গু তামাক তামাকবর্জিত
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …