Breaking News

গদ্দারি তিনি মমতা বন্দোপাধ্যায়ের কাছ থেকেই শিখেছেন – মুকুল রায়

BJP leader Mukul Roy - Special organizational meeting

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইককে ভারতবর্ষের আপামর মানুষের আবেগের জয় হল বলে মন্তব্য করে গেলেন বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায়। মঙ্গলবার দুদিনের বর্ধমান জেলায় বিজেপির সাংগঠনিক কাজ খতিয়ে দেখার সফরে এসে মুকুল রায় জানানপুলওয়ামায় পাকিস্তানী জঙ্গীদের ভারতীয় ৪৯জন সেনাকে যে হত্যা করেছিলতারই একটা প্রত্যাঘাত চাইছিল ভারতবর্ষের আপামর মানুষ। গোটা দেশ জুড়ে এই আবেদন উঠেছিল। আর তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সেনাকে এব্যাপারে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। আর তারপরেই এই প্রত্যাঘাত। এই প্রত্যাঘাতকে ভারতবর্ষের মানুষের আবেগের জয় বলে উল্লেখ করেছেন মুকুল। আগামী লোকসভা নির্বাচনে এই প্রত্যাঘাতের কোনো প্রভাব পড়বে কিনা জিজ্ঞাসা করা হলে মুকুল রায় জানিয়েছেন,এক্ষেত্রে কোনো রাজনীতি নয়দেশের স্বার্থে মানুষ চাইছিলেন একটা শক্তপোক্ত কড়া পদক্ষেপ। আর সেটাই করে ভারতবর্ষের মানুষের মন জয় করে নিয়েছেন মোদী সরকার। একইসঙ্গে ভারতবর্ষে যে একটা স্থায়ী সরকার মোদীজিই দিতে পারেন তাও তিনি প্রতিষ্ঠা করেছেন। নাম না করেই এদিন মুকুল রায় বিঁধেছেন তৃণমূল নেতানেত্রীদের। BJP leader Mukul Roy said he learned betrayal from Mamata Banerjee তিনি জানিয়েছেন,পুলওয়ামা কাণ্ডের পর অনেকেই এমন মন্তব্য করছিলেন যে বোঝাই যাচ্ছিল না তাঁরা পাকিস্তানের সমর্থক কিনা। বারে বারেই মুকুল রায়কে নাম না করেই তৃণমূলের নেতানেত্রীরা গদ্দার বলে যে উল্লেখ করেছেন এদিন তারও পাল্টা জবাব দিয়েছেন মুকুল রায়। মঙ্গলবার বর্ধমানে সাংবাদিক বৈঠকে মুকুল রায় বলেছেনগদ্দারিটা তিনি মমতা বন্দোপাধ্যায়ের কাছেই শিখেছেন। কংগ্রেসের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের রাজনীতিতে সবচেয়ে বড় গদ্দার বললেন মুকুল রায়। তিনি বলেনরাহুল গান্ধীর পাশে বসছেন মমতা বন্দোপাধ্যায়। তাহলে কেন তিনি কংগ্রেসে ফিরে যাচ্ছেন না। তিনি তো কংগ্রেস ছেড়েই তৃণমূল গড়েছেন। প্রসঙ্গত,এদিন মুকুল রায় জানিয়েছেনআইপিএস অফিসার গৌরব দত্ত আত্মহত্যা করেছে্ন। আত্মহত্যার জন্য তিনি সরাসরি সুইসাইডাল নোটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কেই দায়ী করেছেন। মুকুল রায় বলেছেনঅন্য যে কোনো আত্মহত্যার ঘটনায় এই ধরণের সুইসাইডাল নোট পেলেই পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। কিন্তু এক্ষেত্রে কেন হল নাকেন একটা ডায়রীও হল না প্রশ্ন তুলেছেন মুকুল রায়। তিনি জানিয়েছেনবিজেপি ক্ষমতায় এলে এই ঘটনার অবশ্যই তদন্ত হবে। মমতা বন্দোপাধ্যায় প্রধানমন্ত্রী হতে চলেছেন – এই প্রসঙ্গে মুকুলে রায় চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেনবাংলার বাইরে ভোটে লড়ে মমতা ব্যানার্জি একটা সিট জিতে দেখান। তাহলে মানব তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন। জামানত বজায় রেখে দেখান তিনি। তিনি বলেন নির্বাচনে তৃণমূল ২০ টি সিট পাবে না পাবে কিনা সন্দেহ। এদিন বর্ধমান জেলার সাংগঠনিক পরিকাঠামোকে চাঙ্গা করতে মুকুল রায় বর্ধমানে এসেই সোজা চলে যান বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে। সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেন তিনি। পরে বর্ধমানের একটি সভাঘরে দলীয় নেতাকর্মীদের নিয়ে দীর্ঘ বৈঠক করেন। এই বৈঠকেই মুকুল রায় কর্মীদের চাঙ্গা করতে বলেনতিনি তৃণমূল কংগ্রেস করেছেন। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বিষয়টা তিনি ভালই জানেন। জানেন ওদের কোথায় কি ফাঁকফোকর। তাই চিন্তিত হবার কিছু নেই। ২০১৯ সালের নির্বাচন হবে সম্পূর্ণ আলাদা। আর সেই নির্বাচনেই বাংলার ৪২টি আসনের মধ্যে বিজেপি ৩০টি আসন পাবেই। এদিকেএদিনই তিনি গলসীরায়না সহ বেশ কয়েকটি জায়গায় দলীয় কর্মীদের নিয়ে বৈঠকও করেন। 

About admin

Check Also

Dilip Ghosh attacked the police with foul language, BJP candidate threatened to take off his pants.

পুলিশকে কদর্য ভাষায় আক্রমণ দিলীপ ঘোষের, প্যান্ট খুলে নেবার হুমকি

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বুধবার সন্ধ‌্যায় বর্ধমান শহরের পারবীরহাটা এলাকায় বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *